কলেজে তালিবানি ফতোয়া: শাড়ি না পরায় হেনস্থার শিকার শিক্ষিকা

কলেজের ড্রেসকোড মেনে শাড়ি পরে আসেননি। তাই এক শিক্ষিকাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি দেওয়া হল। নদিয়ার সুনীতিবালা এডুকেশনাল বিএড কলেজের ঘটনা। কলেজের চেয়ারম্যান  দিলীপ বিশ্বাস ওই হুমকি দিয়েছেন বলে শিক্ষিকা বিষ্ণুপ্রিয়া চন্দের অভিযোগ।

Updated By: Sep 17, 2014, 03:29 PM IST
কলেজে তালিবানি ফতোয়া: শাড়ি না পরায় হেনস্থার শিকার শিক্ষিকা

নদিয়া: কলেজের ড্রেসকোড মেনে শাড়ি পরে আসেননি। তাই এক শিক্ষিকাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি দেওয়া হল। নদিয়ার সুনীতিবালা এডুকেশনাল বিএড কলেজের ঘটনা। কলেজের চেয়ারম্যান  দিলীপ বিশ্বাস ওই হুমকি দিয়েছেন বলে শিক্ষিকা বিষ্ণুপ্রিয়া চন্দের অভিযোগ।

এখানেই থামেনি হেনস্থা। সোমবার ওই শিক্ষিকা কলেজে গেলে তাঁর পাঞ্চিং কার্ড কেড়ে নেওয়া হয়। আজও কলেজের নিরাপত্তারক্ষী তাঁকে কলেজে ঢুকতে বাধা দেওয়ায়  ওই শিক্ষিকা  প্রতিবাদ জানান। ছাত্রছাত্রীরাও ক্লাস বয়কট করে বিক্ষোভ দেখান। কলেজ কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছেন, ছাত্র ছাত্রী থেকে শিক্ষক- শিক্ষিকা সকলের জন্যই কলেজে  নির্দিষ্ট ড্রেসকোড রয়েছে। তা না মেনে সালোয়ার কামিজ পরে কলেজে এসে নিয়মভঙ্গ করেছেন ওই শিক্ষিকাই। হুমকি দেওয়ার কথা অবশ্য অস্বীকার করেছেন চেয়ারম্যা

.