উত্তরবঙ্গের চা বাগানগুলির বিভিন্ন ডাটা সংগ্রহ শুরু করল টি ডিরেক্টরেট
উত্তরবঙ্গের চা বাগানগুলির বিভিন্ন ডাটা সংগ্রহ শুরু করল টি ডিরেক্টরেট। বন্ধ নয় খোলা, এমন চা বাগানগুলির শ্রমিকদের বিভিন্ন সমস্যা খতিয়ে দেখে সমাধানের চেষ্টার আশ্বাস দিয়েছে নবগঠিত টি ডিরেক্টরেট। বন্ধ বাগানের সমস্যা একরকম। খোলাবাগানের আবার অন্য। বাগান পুরোপুরি বন্ধ হয়ে গেলে চা শ্রমিকদের পাশে সরাসরি এসে দাড়ায় রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার। কিন্তু যদি ঘোষিত ভাবে বাগান বন্ধ না হয়, তবে বড় বিপদ। অসহায় চা শ্রমিকদের পাশে দাড়াবার তেমন কেউ থাকে না। ধুঁকতে চা বাগান গুলির শ্রমিকদের অবস্থা খতিয়ে দেখতে কাজ শুরু করেছে নবগঠিত টি ডিরেক্টরেট। চা শ্রমিকরা বললেন তাদের সমস্যার কথা।
ওয়েব ডেস্ক: উত্তরবঙ্গের চা বাগানগুলির বিভিন্ন ডাটা সংগ্রহ শুরু করল টি ডিরেক্টরেট। বন্ধ নয় খোলা, এমন চা বাগানগুলির শ্রমিকদের বিভিন্ন সমস্যা খতিয়ে দেখে সমাধানের চেষ্টার আশ্বাস দিয়েছে নবগঠিত টি ডিরেক্টরেট। বন্ধ বাগানের সমস্যা একরকম। খোলাবাগানের আবার অন্য। বাগান পুরোপুরি বন্ধ হয়ে গেলে চা শ্রমিকদের পাশে সরাসরি এসে দাড়ায় রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার। কিন্তু যদি ঘোষিত ভাবে বাগান বন্ধ না হয়, তবে বড় বিপদ। অসহায় চা শ্রমিকদের পাশে দাড়াবার তেমন কেউ থাকে না। ধুঁকতে চা বাগান গুলির শ্রমিকদের অবস্থা খতিয়ে দেখতে কাজ শুরু করেছে নবগঠিত টি ডিরেক্টরেট। চা শ্রমিকরা বললেন তাদের সমস্যার কথা।
আরও পড়ুন বিশ্বজুড়ে পাড়ায় পাড়ায় জঙ্গিদাদের কোচিং সেন্টার চলছে!
গুলমা চা বাগান পরিদর্শনে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেন তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী। চা শ্রমিকদের আশা ডাটা ব্যাঙ্ক তৈরি হলে, অন্তত সরকারের কাছে চা শ্রমিকদের দুরবস্থা ও তার কারণ নিয়ে সকল তথ্য থাকবে।
আরও পড়ুন সানিয়া আপনার মারা, গালে এই থাপ্পড়টা চিরকাল মনে রাখব