ট্যাক্সিচালকের হাতে নিগৃহীত মা ও ছেলে
অটোর পর এবার ট্যাক্সি। ফের শহরের ট্যাক্সিচালকের দৌরাত্ম্যের ঘটনা সামনে এল। আজ সকালে মা কৃষ্ণা চ্যাটার্জিকে নিয়ে ডাক্তার দেখাতে বের হন মধ্য হাওড়ার বৃন্দাবন কৃষ্ণমল্লিক লেনের বাসিন্দা প্রীতম চ্যাটার্জি। অভিযোগ নতুন রাস্তার মোড়ে এসে ট্যাক্সি ধরতে গেলে, যাবেন না বলে জানিয়ে দেন ট্যাক্সিচালক প্রেম সিং। এরপরই অশ্রাব্য গালাগালি শুরু করেন ট্যাক্সিচালক প্রেম সিং। কৃষ্ণাদেবীকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়। মারধর করা হয় প্রীতমকেও।
অটোর পর এবার ট্যাক্সি। ফের শহরের ট্যাক্সিচালকের দৌরাত্ম্যের ঘটনা সামনে এল। আজ সকালে মা কৃষ্ণা চ্যাটার্জিকে নিয়ে ডাক্তার দেখাতে বের হন মধ্য হাওড়ার বৃন্দাবন কৃষ্ণমল্লিক লেনের বাসিন্দা প্রীতম চ্যাটার্জি। অভিযোগ নতুন রাস্তার মোড়ে এসে ট্যাক্সি ধরতে গেলে, যাবেন না বলে জানিয়ে দেন ট্যাক্সিচালক প্রেম সিং। এরপরই অশ্রাব্য গালাগালি শুরু করেন ট্যাক্সিচালক প্রেম সিং। কৃষ্ণাদেবীকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়। মারধর করা হয় প্রীতমকেও। সেইসময় স্থানীয় বেশ কয়েকজন ট্যাক্সিচালকও প্রেম সিংকে সঙ্গ দেন বলে অভিযোগ। এরপর কর্তব্যরত ট্রাফিক পুলিস এসে পরিস্থিতি সামাল দেন। প্রীতমবাবু থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্ত ট্যাক্সিচালক প্রেম সিংকে আটক করে চ্যাটার্জিহাট তদন্ত কেন্দ্রের পুলিস। ওই এলাকায় বেশ কয়েকটি বেআইনি ট্যাক্সিস্ট্যান্ড রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বেশ কয়েকদিন ধরেই ট্যাক্সিচালকদের দৌরাত্ম্যে জেরবার শহরবাসী। বার বার বহু প্রতিশ্রুতি সত্ত্বেও ট্যাক্সি দৌরাত্ম্যে লাগাম পড়াতে ব্যার্থ রাজ্য পরিবহণ দপ্তর।