তারাপীঠ মায়ের মন্দিরে পূজা দিতে গিয়ে পাণ্ডাদের হাতে হেনস্থা, পূণ্যার্থীরা অবশেষে কলকাতা ফিরলেন

 অবশেষে কলকাতা ফিরলেন তারাপীঠে পাণ্ডাদের হাতে হেনস্থা হওয়া পূণ্যার্থীরা। ঘটনায় আহত সঞ্জিত মুন্সি ও রাজকুমার পুরোকাইতকে গতকাল গুরুতর আহত অবস্থায় রামপুরহাটের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। রাতে নার্সিংহোম থেকে ছাড়া পাওয়ার পরই ফিরে আসেন সবাই।

Updated By: Jul 5, 2015, 10:17 PM IST
তারাপীঠ মায়ের মন্দিরে পূজা দিতে গিয়ে পাণ্ডাদের হাতে হেনস্থা, পূণ্যার্থীরা অবশেষে কলকাতা ফিরলেন

ওয়েব ডেস্কে:  অবশেষে কলকাতা ফিরলেন তারাপীঠে পাণ্ডাদের হাতে হেনস্থা হওয়া পূণ্যার্থীরা। ঘটনায় আহত সঞ্জিত মুন্সি ও রাজকুমার পুরোকাইতকে গতকাল গুরুতর আহত অবস্থায় রামপুরহাটের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। রাতে নার্সিংহোম থেকে ছাড়া পাওয়ার পরই ফিরে আসেন সবাই।

যাদবপুর ও ব্যাণ্ডল থেকে মোট নজন গেছিলেন তারাপীঠে। অভিযোগ, মন্দিরে পুজো দেওয়ার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো সত্ত্বেও শুধুমাত্র টাকা না দেওয়ায় তাঁদের বেধড়ক মারধর করা হয়। মন্দিরের পাণ্ডারা বহিরাগতদের নিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তবে এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। 

 

.