দূষণের দায়ে ১ লক্ষ টাকা করে জরিমানা দিতে হবে তারাপীঠের ২৭২টি হোটেলকে
Updated By: Apr 20, 2015, 08:32 PM IST
দূষণের দায়ে, তারাপীঠের ২৭২টি হোটেলকে ১ লক্ষ টাকা করে জরিমানা করল গ্রিন ট্রাইবুনালের ডিভিশন বেঞ্চ। তারাপীঠ সংলগ্ন, দ্বারকা নদে দূষণের অভিযোগে গতবছর মামলা হয়েছিল গ্রিন ট্রাইবুনালে।
এই মামলায় দু-মাস আগে হোটেলগুলি বন্ধের নির্দেশ দেয় ট্রাইবুনাল। কিন্তু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে 'কনসেন্ট অফ অপারেটের' নির্দেশ নিয়ে আসে হোটেলগুলি। নিয়মনীতি মেনে এরপর হোটেলগুলি খোলার ছাড়পত্র দিলেও, কেন এতদিন ধরে দূষণের দিকে নজর দেওয়া হয়নি এ প্রশ্ন তুলেছে ট্রাইবুনাল। তার জন্যই ওই জরিমানা ধার্য হয়েছে। আগামী বিশে মে বীরভূম জেলা সভাধিপতি এবং সাহাপুর পঞ্চায়েত প্রধানকে তলব করেছে গ্রিন ট্রাইবুনালের ডিভিশন বেঞ্চ। নিয়ম না মেনে কেন হোটেলগুলি চলছিল,এর জবাব তলব করা হবে তাঁদের কাছ থেকে।