কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে গরহাজির সাংসদ তাপস পাল

কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠক। শান্তিপুরে সরকারি সভা।

Updated By: Aug 8, 2014, 09:57 PM IST
কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে গরহাজির সাংসদ তাপস পাল
নির্বাচনী প্রচারে তাপস পালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল চিত্র)

ওয়েব ডেস্ক: কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠক। শান্তিপুরে সরকারি সভা। মুখ্যমন্ত্রীর দুটি কর্মসূচিতে সকল জনপ্রতিনিধিরাই হাজির ছিলেন। কিন্তু ছিলেন না কৃষ্ণনগরের সাংসদ। মন্তব্য বিতর্কের পর এখনও আড়ালেই তাপস পাল।  

তৃণমূল কংগ্রেস সাংসদ তাপস পালের কুরুচিকর মন্তব্য সকলের জানা। কারণ এই মন্তব্য ঘিরেই ঝড় উঠেছিল গোটা দেশ জুড়ে। কখনও দাবি উঠেছে সাংসদ পদ খারিজের। কখনও দাবি উঠেছে দৃষ্টান্তমূলক শাস্তির। কী হবে তাপস পালের তা এখন আদালতে বিচারাধীন। এই মন্তব্য সামনে আসার পর কেটে গিয়েছে প্রায় দেড় মাস। কিন্তু এখনও পর্যন্ত আর তাপস পালের মুখ দেখা যায়নি। সংসদ চলেছে। কিন্তু তিনি যাননি। কারণ তিনি নাকি অসুস্থ। হাসপাতালে ভর্তি।

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতেই আছেন, কিন্তু বাইরে বেরোননি। সকলেই ভেবেছিলেন, দলনেত্রী এবার আড়ালে থাকা তাপসকে সামনে এনে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করে দেবেন কৃষ্ণনগরের সাংসদকে। কিন্তু কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠক বা শান্তিপুরের সরকারি সভা, নদিয়া মুর্শিদাবাদের সকল জনপ্রতিনিধি হাজির থাকলেও দুটি জায়গাতেই দেখা যায়নি তাপস পালকে। রাজ্য তো বটেই, এমনকি তাঁর নিজের কেন্দ্র কৃষ্ণনগরেও উধাও তাপস পাল।

 

.