আলিপুরদুয়ারে বন্ধ হয়ে গেল কালচিনি চা-বাগান

ফের চা বাগানে তালা। বন্ধ হয়ে গেল আলিপুরদুয়ারের কালচিনি চা বাগান। অভিযোগ কোনও রকম নোটিস না দিয়েই কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে গেছে। এর ফলে কর্মহীন হয়ে পড়লেন হাজারের বেশি কর্মী। শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে ইতিমধ্যেই সেখানে অবস্থান বিক্ষোভ শুরু করা হয়েছে।

Updated By: Feb 8, 2017, 11:03 PM IST
আলিপুরদুয়ারে বন্ধ হয়ে গেল কালচিনি চা-বাগান
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : ফের চা বাগানে তালা। বন্ধ হয়ে গেল আলিপুরদুয়ারের কালচিনি চা বাগান। অভিযোগ কোনও রকম নোটিস না দিয়েই কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে গেছে। এর ফলে কর্মহীন হয়ে পড়লেন হাজারের বেশি কর্মী। শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে ইতিমধ্যেই সেখানে অবস্থান বিক্ষোভ শুরু করা হয়েছে।

আরও পড়ুন- দাঁতনে আদিবাসী কিশোরীর রহস্যমৃত্যু

কর্মীদের অভিযোগ, গতবছর ডিসেম্বর মাসেও একবার বাগান বন্ধ করে দেয় মালিক কর্তৃপক্ষ। তার ঠিক দু'মাসের মধ্যেই ফের বাগান বন্ধের সিদ্ধান্ত নিল মালিকপক্ষ। ঘটনায় কাজ হারালেন ১৩০০ শ্রমিক। আজ সকালে কাজে এসে শ্রমিকরা দেখেন বাগানে তালা ঝুলছে। এরপরই ক্ষোভ ছড়িয়ে পড়ে চা বাগান শ্রমিকদের মধ্যে। পথঅবরোধও করেন শ্রমিকরা।

.