দাবদাহে পুড়ছে বর্ধমান, আকাশে হাত ছুড়ে সবার প্রার্থনা 'একটু বৃষ্টি'

জুনের প্রথম সপ্তাহেও দাবদাহ অব্যাহত। খাতায়-কলমে বর্ষা শুরু হলেও এখনও বৃষ্টির দেখা নেই। গত সপ্তাহে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ভাবে ছিঁটেফোঁটা বৃষ্টি হওয়ায় পারদ কিছুটা নেমেছিল। কিন্তু গত দুদিনে ফের পারদ উর্দ্ধমুখী। শুক্রবার বর্ধমান শহরে তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি। শনিবার তা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যায়। ফলে প্রচণ্ড গরমে স্বাভাবিক জীবনযাত্রা ব্যবহত হয়। এঅবস্থায় শরীরকে ঠাণ্ডা রাখতে আইসক্রিমের দোকান কিম্বা ঠাণ্ডা পানীয়ের দোকানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। বাড়ছে টুপি ও রোদচশমার বিক্রি। পথচারীরা গরম থেকে বাঁচতে কাপড়ে মুখ ঢেকে যাতায়াত করছেন।

Updated By: Jun 7, 2015, 09:57 AM IST
দাবদাহে পুড়ছে বর্ধমান, আকাশে হাত ছুড়ে সবার প্রার্থনা 'একটু বৃষ্টি'

ওয়েব ডেস্ক: জুনের প্রথম সপ্তাহেও দাবদাহ অব্যাহত। খাতায়-কলমে বর্ষা শুরু হলেও এখনও বৃষ্টির দেখা নেই। গত সপ্তাহে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ভাবে ছিঁটেফোঁটা বৃষ্টি হওয়ায় পারদ কিছুটা নেমেছিল। কিন্তু গত দুদিনে ফের পারদ উর্দ্ধমুখী। শুক্রবার বর্ধমান শহরে তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি। শনিবার তা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যায়। ফলে প্রচণ্ড গরমে স্বাভাবিক জীবনযাত্রা ব্যবহত হয়। এঅবস্থায় শরীরকে ঠাণ্ডা রাখতে আইসক্রিমের দোকান কিম্বা ঠাণ্ডা পানীয়ের দোকানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। বাড়ছে টুপি ও রোদচশমার বিক্রি। পথচারীরা গরম থেকে বাঁচতে কাপড়ে মুখ ঢেকে যাতায়াত করছেন।

 

.