সিসিটিভির সৌজন্যে সোনারপুরে কেপমারির কিনারা

আবার সিসিটিভির সাফল্য। সোনারপুর স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কেপমারকে ধরে ফেলল পুলিস। ধৃত সুমিত নাটের কাছ থেকে উদ্ধার হয়েছে দেড় লক্ষ টাকা। গত বৃহস্পতিবার জয়নগর রামকৃষ্ণ আশ্রমের এক সন্ন্যাসী সোনারপুরের ব্যাঙ্ক থেকে ২ লক্ষ টাকা তুলে যাচ্ছিলেন। সোনারপুর স্টেশনে হঠাত্‍ তাঁর গায়ে পাউডার জাতীয় কিছু একটা পড়ায় তিনি অস্বস্তি বোধ করেন। ওয়াশরুমের একপাশে ব্যাগ ঝুলিয়ে রেখে ঘাড়ে জল দিতে যান তিনি। সেই সুযোগে ২ লক্ষ টাকা নিয়ে পালায় সুমিত নাট নামের ওই দুষ্কৃতী। সোনারপুর রেলপুলিসে অভিযোগ দায়ের করেন সন্ন্যাসী। ঘটনার তদন্তে নেমে স্টেশনে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিস। মল্লিকপুর এলাকার দুষ্কৃতী সুমিত নাটকে সনাক্ত করে পুলিস। ধৃতের কাছ থেকে কেপমারির দেড় লক্ষ টাকা উদ্ধার হয়েছে।

Updated By: Mar 31, 2017, 06:32 PM IST
সিসিটিভির সৌজন্যে সোনারপুরে কেপমারির কিনারা

ওয়েব ডেস্ক: আবার সিসিটিভির সাফল্য। সোনারপুর স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কেপমারকে ধরে ফেলল পুলিস। ধৃত সুমিত নাটের কাছ থেকে উদ্ধার হয়েছে দেড় লক্ষ টাকা। গত বৃহস্পতিবার জয়নগর রামকৃষ্ণ আশ্রমের এক সন্ন্যাসী সোনারপুরের ব্যাঙ্ক থেকে ২ লক্ষ টাকা তুলে যাচ্ছিলেন। সোনারপুর স্টেশনে হঠাত্‍ তাঁর গায়ে পাউডার জাতীয় কিছু একটা পড়ায় তিনি অস্বস্তি বোধ করেন। ওয়াশরুমের একপাশে ব্যাগ ঝুলিয়ে রেখে ঘাড়ে জল দিতে যান তিনি। সেই সুযোগে ২ লক্ষ টাকা নিয়ে পালায় সুমিত নাট নামের ওই দুষ্কৃতী। সোনারপুর রেলপুলিসে অভিযোগ দায়ের করেন সন্ন্যাসী। ঘটনার তদন্তে নেমে স্টেশনে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিস। মল্লিকপুর এলাকার দুষ্কৃতী সুমিত নাটকে সনাক্ত করে পুলিস। ধৃতের কাছ থেকে কেপমারির দেড় লক্ষ টাকা উদ্ধার হয়েছে।

আরও পড়ুন- ফের প্রশ্নের মুখে রাজ্যের চিকিত্‍সা পরিষেবা

.