সবুজ সাথী প্রকল্পে সাইকেল পেয়ে খুশী ছাত্র-ছাত্রীরা

  ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়মুখী করতে সরকারের একটি উদ্যোগ হলো সবুজ সাথী প্রকল্প। রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে সাইকেল পাচ্ছে ছাত্র ছাত্রীরা। রাজ্যজুড়ে এই প্রকল্পের কাজ চলছে জোরকদমে।  দক্ষিণ চব্বিশ পরগনার জে এম ট্রেনিং স্কুলে এই প্রকল্পের মাধ্যমে সাইকেল পেল ছাত্ররা। স্বভাবতই সরকারের এই উদ্যোগে ভীষণ খুশি তারা। বেশির ভাগ ক্ষেত্রেই দূরত্ব ও যাতায়াত খরভের জন্যি স্কুলে যাতা চায় না গ্রামাঞলের ছেলে মেয়েরা। কিন্তু সাইকেল পাওয়ার ফলে এই সমস্যা আর থাকবে না। এর ফলে সময় যেমন বাঁচবে, তেমনই কমানো যাবে যাতায়াতের খরচ। এমনটাই জানাচ্ছে জেএম ট্রেনিং স্কুলের ছাত্ররা।

Updated By: Mar 1, 2016, 08:06 PM IST
সবুজ সাথী প্রকল্পে সাইকেল পেয়ে খুশী ছাত্র-ছাত্রীরা

ওয়েব ডেস্ক:  ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়মুখী করতে সরকারের একটি উদ্যোগ হলো সবুজ সাথী প্রকল্প। রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে সাইকেল পাচ্ছে ছাত্র ছাত্রীরা। রাজ্যজুড়ে এই প্রকল্পের কাজ চলছে জোরকদমে।  দক্ষিণ চব্বিশ পরগনার জে এম ট্রেনিং স্কুলে এই প্রকল্পের মাধ্যমে সাইকেল পেল ছাত্ররা। স্বভাবতই সরকারের এই উদ্যোগে ভীষণ খুশি তারা। বেশির ভাগ ক্ষেত্রেই দূরত্ব ও যাতায়াত খরভের জন্যি স্কুলে যাতা চায় না গ্রামাঞলের ছেলে মেয়েরা। কিন্তু সাইকেল পাওয়ার ফলে এই সমস্যা আর থাকবে না। এর ফলে সময় যেমন বাঁচবে, তেমনই কমানো যাবে যাতায়াতের খরচ। এমনটাই জানাচ্ছে জেএম ট্রেনিং স্কুলের ছাত্ররা।

পড়ুন প্রশাসনিক উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ

 

.