পোশাক নিয়ে ফতোয়ার জেরে বিতর্ক, আক্রান্ত ছাত্রী, আক্রান্ত শিক্ষিকা

পোশাক ঘিরে ফতোয়ার জেরে বিতর্কের সৃষ্টি হল রাজ্যের দুই স্কুলে। উত্তর ২৪ পরগণার বেড়িগোপালপুরে শিক্ষিকার হাতে আক্রান্ত হল ছাত্রী। অপরদিকে পূর্ব মেদিনীপুরের তমলুকে ফতোয়ার শিকার হলেন শিক্ষিকা।

Updated By: Jun 28, 2012, 10:41 PM IST

পোশাক ঘিরে ফতোয়ার জেরে বিতর্কের সৃষ্টি হল রাজ্যের দুই স্কুলে। উত্তর ২৪ পরগণার বেড়িগোপালপুরে শিক্ষিকার হাতে আক্রান্ত হল ছাত্রী। অপরদিকে পূর্ব মেদিনীপুরের তমলুকে ফতোয়ার শিকার হলেন শিক্ষিকা।
স্কুল ইউনিফর্ম পরে না যাওয়ায় ছাত্রীকে হেনস্থার অভিযোগ উঠল শিক্ষিকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা বেড়িগোপালপুরে। অভিযোগ, সপ্তম শ্রেণীর ওই ছাত্রী লেগিংস পরে স্কুলে গিয়েছিল। শিক্ষিকা তার লেগিংস খুলে নেন, এবং ওই অবস্থাতেই তাকে বাড়ি পাঠিয়েও দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদ করে অন্য ছাত্র-ছাত্রীরা। শিক্ষিকার বিরুদ্ধে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্রীর পরিবার। অভিযুক্ত শিক্ষিকা অবশ্য ঘটনার জন্য লিখিতভাবে ক্ষমাপ্রার্থনা করেছেন। ছাত্রীর পরিবারের তরফে অভিযোগ করা হলেও মামলা রুজু করা হয়নি ।
অন্যদিকে স্কুলে শিক্ষিকাদের পোশাক নিয়ে ফতোয়ার জেরে ফের দানা বেঁধেছে বিতর্ক। এবারের ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার আলিনান শহিদ মাতঙ্গিনী ভবন বালিকা বিদ্যালয়ে। এই বালিকা বিদ্যালয়েরই ভূগোলের শিক্ষিকা চৈতালি সামন্তর সালওয়ার পরা নিয়ে বিতর্কের সূত্রপাত। শুধুমাত্র সালওয়ার পরার কারণে দিনের পর দিন তাঁকে মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন চৈতালি সামন্ত। স্কুলের প্রধান শিক্ষিকা মল্লিকা মাইতি এবং পরিচালন সমিতির সম্পাদক রাজেশ হাজরার বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন এক তিনি। ডিআইয়ের কাছে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেছেন মল্লিকা। তবে এই ঘটনায় প্রধান শিক্ষিকার পাশে দাঁড়িয়েছেন স্কুলেরই কয়েকজন শিক্ষিকা। 
 

.