বদলির নির্দেশের পরও শিক্ষিকাকে স্কুলে রাখার দাবিতে অন্দোলনে উত্তাল সুনীতি অ্যাকাডেমি
যাদবপুরে আন্দোলন হয়েছে উপাচার্যকে সরানোর দাবিতে। একই কায়দায় লাগাতার আন্দোলনের হুমকি এবার স্কুলেও। তবে কাউকে সরাতে নয়, বরং বদলির নির্দেশের পরেও শিক্ষিকাকে স্কুলে রাখতে। নির্দেশ প্রত্যাহারের দাবিতে ছাত্রীদের আন্দোলনে উত্তাল কোচবিহারের সুনীতি অ্যাকাডেমি।
কোনও ছুটির দিন নয়। তবু সব ক্লাস ফাঁকা। করিডর জনমানবশূন্য। কারণ ক্লাস বয়কটে সামিল ছাত্রীরা সকলেই হাজির স্কুল গ্রাউন্ডে। কোচবিহারের স্বনামধন্য স্কুল সুনীতি অ্যাকাডেমিতে এই ছবি চলতে থাকবে। এমনই হুঁশিয়রি শোনা গিয়েছে পড়ুয়াদের গলায়। যাদবপুরের আন্দোলনকে আদর্শ করেই এগোতে চাইছে সুনীতি অ্যাকাডেমির ছাত্রীরা। বদলির নির্দেশ মঙ্গলবার হাতে পেয়ে গেছেন ইংরেজি শিক্ষিকা ভাস্বতী চক্রবর্তী। এরপর থেকে অশান্ত স্কুল। ছাত্রীদের দাবি একটাই, প্রত্যাহার করে নিতে হবে এই নির্দেশ। আন্দোলনে ছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন অভিভাবকরাও।
ছাত্রী-অভিভাবকরা অনড় বদলির নির্দেশ প্রত্যাহারের দাবিতে। আন্দোলন-বিক্ষোভে লাটে উঠেছে পঠনপাঠন। এই অবস্থায় কোন পথে স্বাভাবিক হবে সুনীতি অ্যাকাডেমির পরিস্থিতি?