পড়ুয়ারাই বানিয়ে ফেলল আস্ত একটা ফর্মুলা কার!

ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ারাই বানিয়ে ফেলল আস্ত একটা ফর্মুলা কার। সৌজন্যে হাওড়ার এম সি কে ভি ইঞ্জিনিয়ারিং কলেজ। গাড়ি বানাতে পড়ুয়াদের সাহায্য করেছেন কলেজের অধ্যাপকরাও। টিম ওয়ার্ক তৈরি করতে এই ধরনের প্রজেক্ট খুবই কার্যকরী, দাবি কলেজ কর্তৃপক্ষের।

Updated By: Apr 22, 2016, 02:20 PM IST
পড়ুয়ারাই বানিয়ে ফেলল আস্ত একটা ফর্মুলা কার!

ওয়েব ডেস্ক: ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ারাই বানিয়ে ফেলল আস্ত একটা ফর্মুলা কার। সৌজন্যে হাওড়ার এম সি কে ভি ইঞ্জিনিয়ারিং কলেজ। গাড়ি বানাতে পড়ুয়াদের সাহায্য করেছেন কলেজের অধ্যাপকরাও। টিম ওয়ার্ক তৈরি করতে এই ধরনের প্রজেক্ট খুবই কার্যকরী, দাবি কলেজ কর্তৃপক্ষের।

একই সঙ্গে তাদের দাবি, পূর্ব ভারতে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজেগুলির মধ্যে এই ধরনের সুযোগ তারাই  পড়ুয়াদের সামনে এনে দেয়। ৭ লক্ষ টাকা খরচ হয়েছে এই ফর্মুলা কার বানাতে। এরপর এই গাড়ি পাড়ি দেবে নয়ডায়। সেখানেই বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে স্টুডেন্ট ফর্মুলা কার রেসে অংশ নেবে এই গাড়ি।

.