উত্তর বঙ্গের চার জেলায় চলছে ধর্মঘট, ব্যাপক সাড়া বন্ধে
বন্ধ চা বাগান খোলা এবং চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে উত্তর বঙ্গের চার জেলায় শুরু হয়েছে ধর্মঘট। মোট ২৩টি শ্রমিক সংগঠনের ঐক্যবদ্ধ মঞ্চ জয়েন্ট ফোরামের তরফে বারো ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘটে সামিল হয়েছেন উত্তরবঙ্গের ২৮০টি চা-বাগানের প্রায় সাড়ে চার লক্ষ শ্রমিক। বনধের ব্যাপক প্রভাব পড়েছে জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার ও আলিপুরদুয়ারে।
ওয়েব ডেস্ক: বন্ধ চা বাগান খোলা এবং চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে উত্তর বঙ্গের চার জেলায় শুরু হয়েছে ধর্মঘট। মোট ২৩টি শ্রমিক সংগঠনের ঐক্যবদ্ধ মঞ্চ জয়েন্ট ফোরামের তরফে বারো ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘটে সামিল হয়েছেন উত্তরবঙ্গের ২৮০টি চা-বাগানের প্রায় সাড়ে চার লক্ষ শ্রমিক। বনধের ব্যাপক প্রভাব পড়েছে জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার ও আলিপুরদুয়ারে।
সকালে শিলিগুড়িতে রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তরফে রাস্তায় বাস নামানোর চেষ্টা করা হলে অশান্তি শুরু করেন বনধ সমর্থকরা। সব রকম অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় চার জেলায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিসবাহিনী।