হিলি সীমান্তে ব্যবসায়ীদের ধর্মঘট সাতদিনে

দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় ব্যবসায়ীদের ধর্মঘট সাতদিনে পড়ল। কলকাতার কমিশনার অফ কাস্টমস প্রিভেন্টিভের সাম্প্রতিক নির্দেশ প্রত্যাহারের দাবিতে ধর্মঘটে গিয়েছেন ব্যবসায়ীরা। আগে হিলি সামীন্তের কাস্টমস অফিসেই ১০ লাখ টাকা পর্যন্ত পন্যের কাগজপত্র তৈরি হত।

Updated By: Dec 19, 2011, 09:49 PM IST

দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় ব্যবসায়ীদের ধর্মঘট সাতদিনে পড়ল। কলকাতার কমিশনার অফ কাস্টমস প্রিভেন্টিভের সাম্প্রতিক নির্দেশ প্রত্যাহারের দাবিতে ধর্মঘটে গিয়েছেন ব্যবসায়ীরা। আগে হিলি সামীন্তের কাস্টমস অফিসেই ১০ লাখ টাকা পর্যন্ত পন্যের কাগজপত্র তৈরি হত। কিন্তু কলকাতা কাস্টমস অফিস থেকে সাম্প্রতিক নির্দেশ জানানো হয়েছে, এবার থেকে রফতানি হওয়া সমস্ত পন্যের কাগজপত্রই মালদহের অ্যাসিসট্যান্ট কমিশনবারের অফিস থেকে করাতে হবে। এই সিদ্ধান্তের প্রতিবাদেই ধর্মঘট। তাঁদের যুক্তি, দেড়শো কিলোমিটার দূরের মালদহ থেকে কাগজপত্র করিয়ে এনে সীমান্ত থেকে পণ্য পরিবহণ অসুবিধে জনক। তাঁদের দাবি, কেন্দ্রীয় কাস্টমস দফতরের নির্দেশমতো পুরোনো নিয়মই চালু থাকুক।

.