অবশেষে চা বাগান পরিদর্শনে রাজ্যের চার মন্ত্রী

Updated By: Jul 16, 2014, 05:07 PM IST
অবশেষে চা বাগান পরিদর্শনে রাজ্যের চার মন্ত্রী

Alipurduar:

অবশেষে বন্ধ চা বাগান পরিদর্শনে গেলেন রাজ্যের চার মন্ত্রী। আজ সকালে আলিপুরদুয়ারের ঢেকলাপাড়া ও বান্দাপানি চা বাগানে যায় মন্ত্রী ও প্রশাসনিক কর্তাদের ওই প্রতিনিধি দল। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, শ্রমমন্ত্রী মলয় ঘটক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলেন।

বাগানের স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুত্ ও শিক্ষা পরিষেবা নিয়ে তাঁরা খোঁজ নেন। সরকার বন্ধ বাগান মালিকদের সঙ্গে বৈঠক করবে বলে জানান খাদ্যমন্ত্রী। বলেন, মালিকদের বন্ধ বাগান খুলতেই হবে। এজন্য কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তবে, এই পরিদর্শনে মন আদৌ ভরেনি শ্রমিকদের। তাঁদের দাবি, আগে বাগান খোলার ব্যবস্থা করুক সরকার।

.