আগামী সপ্তাহে শুরু হচ্ছে এসএসসির দ্বিতীয় পর্যায়ের কাউন্সিলিং

আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে এসএসসির দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং। প্রায় ৯ হাজার পোস্টের জন্য হবে কাউন্সেলিং। আজই একথা জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন।

Updated By: Oct 21, 2013, 07:17 PM IST

আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে এসএসসির দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং। প্রায় ৯ হাজার পোস্টের জন্য হবে কাউন্সেলিং। আজই একথা জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন।
ডিসেম্বরে এসএসসির পরবর্তী নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হবে। এসএসসির তরফে জানানো হয়েছে, পরীক্ষা পদ্ধতিতে এবার বেশকিছু পরিবর্তন আনতে চলেছে কর্তৃপক্ষ।এসএসসি পরীক্ষায় এবছর প্রত্যেক পরীক্ষার্থী টেট পরীক্ষা দিয়ে তাদের ওএমআর সিটের একটি ডুপলিকেট কপি বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু একাধিক ক্ষেত্রে এসএসসি কর্তৃপক্ষ দেখেছে সেই ডুপ্লিকেট কপিকে কারচুপি করে মামলা করছেন পরীক্ষার্থীরা। আর সেই মামলার জেরেই রীতিমত নাজেহাল হতে হয়েছে কর্তৃপক্ষকে। 
মিথ্যা মামলা প্রমাণিত হওয়ায় ইতিমধ্যেই এরকম পাঁচ জন পরীক্ষার্থীর বি্রুদ্ধে শাস্তির বিধানও দিয়েছে আদালত। তাই আগামী বছরের পরীক্ষায়, ওএমআর সিটের ডুপ্লিকেট কপি বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থাটাকেই তুলে দিতে চাইছে এসএসসি কর্তৃপক্ষ।
 
আগামী সপ্তাহেই শুরু হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং।
সেক্ষেত্রে মোট ৮ হাজার ৪৩৬টি পদের জন্য কাউন্সেলিং হবে।
 
যার মধ্যে ইস্টার্ন রিজিওনে পদের সংখ্যা ৯১৯।
 
নর্দান রিজিওনে পদের সংখ্যা ৩ হাজার ১২৯।
 
সার্দান রিজিওনে পদের সংখ্যা ১ হাজার ৩৪২।
 

.