রাতে বজবজ লোকালে দুঃসাহসিক ছিনতাই, প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা

গতকাল রাতে বজবজ লোকালে ছিনতাইয়ের ঘটনায় প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। চেন টানার পরও কেন ট্রেন দাঁড়ায়নি, তা নিয়ে উঠছে প্রশ্ন। এমনকি বজবজ লোকালের যাত্রী তনুশ্রী দাস জানিয়েছেন, প্রতিদিনের মতো গতকালও শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনের মহিলা কামরায় কোনও নিরাপত্তারক্ষীই ওঠেননি।

Updated By: May 31, 2015, 08:06 AM IST

ওয়েব ডেস্ক: গতকাল রাতে বজবজ লোকালে ছিনতাইয়ের ঘটনায় প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। চেন টানার পরও কেন ট্রেন দাঁড়ায়নি, তা নিয়ে উঠছে প্রশ্ন। এমনকি বজবজ লোকালের যাত্রী তনুশ্রী দাস জানিয়েছেন, প্রতিদিনের মতো গতকালও শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনের মহিলা কামরায় কোনও নিরাপত্তারক্ষীই ওঠেননি।

চলন্ত ট্রেনে ফের দুষ্কৃতী হামলা। গতকাল রাত নটা নাগাদ ডাউন বজবজ লোকালে লেডিজ কামরায় উঠে এক মহিলার থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নিল দুষ্কৃতীরা। বাধা দিতে গেলে অন্য এক মহিলাযাত্রীর থেকে গয়না ছিনতাই করে দুজন ছিনতাইবাজ। অভিযোগ মারধর করা হয় মহিলাদের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিয়ালদহ থেকে ট্রেন ছাড়তেই চলন্ত ট্রেনের মহিলা কামরায় উঠে পড়ে দুই যুবক। এরপরই অপারেশন শেষ করে পার্ক সার্কাস স্টেশনে ট্রেন ঢোকার মুখেই তারা লাফিয়ে নেমে যায়। রেলের যাত্রী পরিষেবা সপ্তাহ চলছে। যাত্রী স্বাচ্ছন্দ্য খতিয়ে দেখতে ট্রেনে ট্রেনে ঘুরে বেড়াচ্ছেন রেলের উচ্চপদস্থ কর্তারা। সেই সময় এ ধরনের ঘটনায় প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা।

.