হুগলির পুলিস লাইনে ফের সাপ, আতঙ্কে কর্মীরা
কালকের পর আজও হুগলি পুলিস সুপারের অফিসে ঢুকে পড়ল সাপ। ভয়ের চোটে থরহরি কম্প উর্দিধারীদের। রীতিমতো হৃদকম্প লেগে যাওয়ার জোগাড় হুগলি জেলা পুলিস লাইনের কর্মীদের। সাপ বাসা বেঁধে ছিল এসপি অফিসে ঢোকার সিড়ির তলায়। হঠাত্ করেই নজরে পড়ে এক পুলিসকর্মীর। তার পরেই আতঙ্ক ছড়ায় পুরো পুলিস লাইন জুড়ে।
ওয়েব ডেস্ক : কালকের পর আজও হুগলি পুলিস সুপারের অফিসে ঢুকে পড়ল সাপ। ভয়ের চোটে থরহরি কম্প উর্দিধারীদের। রীতিমতো হৃদকম্প লেগে যাওয়ার জোগাড় হুগলি জেলা পুলিস লাইনের কর্মীদের। সাপ বাসা বেঁধে ছিল এসপি অফিসে ঢোকার সিড়ির তলায়। হঠাত্ করেই নজরে পড়ে এক পুলিসকর্মীর। তার পরেই আতঙ্ক ছড়ায় পুরো পুলিস লাইন জুড়ে।
আরও পড়়ুন- সাপ আতঙ্কে পুলিস লাইনে থরহরি কম্প!
খবর যায় সাপ বিশেষজ্ঞের কাছে। তিনি এসে দেখেন সিড়ির তলায় বাসা বেধেছে এক চন্দ্রবোড়া। সাপটিকে ধরেও ফেলেন সর্প বিশেষজ্ঞ চন্দন ক্লেমেন্ট সিং। অনুমান বিষধর এই সাপ বংশ বিস্তার করেছে পুলিস লাইন জুড়ে। আজ তেমনই এক বংশধর ফের হানা দেয়।