অরণ্য সপ্তাহেও ডুয়ার্সের জঙ্গলে চলছে অবাধে কাঠ পাচার
চলছে অরণ্য সপ্তাহ। এর মধ্যেও অবাধে কাঠ পাচার হয়ে চলেছে ডুয়ার্সের বিভিন্ন জঙ্গলে। অভিযোগ, উদাসীন বন দফতর। ঠিকমতো পাহারার ব্যবস্থা নেই।এর সুযোগ নিয়ে অবাধে দাপট চালিয়ে যাচ্ছে কাঠ মাফিয়ারা। গাছ কাটতে, পাচার করতে আর রাতের অন্ধকারের প্রয়োজন নেই। দরকার নেই আড়ালের। ডুয়ার্সের বিভিন্ন জঙ্গলে এক ছবি। দিনের আলোয়, সবার চোখের সামনে বহুমূল্য গাছ পাচার হয়ে যাচ্ছে। অবাধে চলছে গাছ-নিধন যজ্ঞ।
ওয়েব ডেস্ক: চলছে অরণ্য সপ্তাহ। এর মধ্যেও অবাধে কাঠ পাচার হয়ে চলেছে ডুয়ার্সের বিভিন্ন জঙ্গলে। অভিযোগ, উদাসীন বন দফতর। ঠিকমতো পাহারার ব্যবস্থা নেই।এর সুযোগ নিয়ে অবাধে দাপট চালিয়ে যাচ্ছে কাঠ মাফিয়ারা। গাছ কাটতে, পাচার করতে আর রাতের অন্ধকারের প্রয়োজন নেই। দরকার নেই আড়ালের। ডুয়ার্সের বিভিন্ন জঙ্গলে এক ছবি। দিনের আলোয়, সবার চোখের সামনে বহুমূল্য গাছ পাচার হয়ে যাচ্ছে। অবাধে চলছে গাছ-নিধন যজ্ঞ।
পাহাড়ি এলাকায় গাছ কেটে অনেক সময়ই নদিতে ভাসিয়ে দিয়ে কাঠ পাচার চলছে। এমনই এক পাচারকারীকে আমরা পেয়েছিলাম ক্যামেরার সামনেও। আর কবে সক্রিয়, সতর্ক হবে বন দফতর? প্রশ্ন এলাকার মানুষের। এদিকে সোমবার, মালবাজারের রানিচিরা চা-বাগান থেকে প্রচুর বেআইনি কাঠ উদ্ধার করেছে ওদলাবাড়ি রেঞ্চের বনকর্মীরা। সাইকেলে সেগুলি পাচারের চেষ্টা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেন বনকর্মীরা। কাঠ উদ্ধার করা গেলেও, পালিয়ে যায় পাচারকারীরা।