ভদ্রেশ্বর জুট মিলে খুনের ঘটনায় গ্রেফতার ৬

ভদ্রেশ্বর জুট মিলে খুনের ঘটনায় ছ জনকে গ্রেফতার করেছে পুলিস। পুলিসের ধড়পাকড় নিয়ে প্রশ্ন তুলছেন মিলের শ্রমিকরা। ধৃতদের তালিকায় রয়েছেন জুটমিলের পুরনো শ্রমিক রবীন্দ্রনাথ চৌবে। এলাকায় পরিচিত পন্ডিতজী নামেই। ধৃতের পরিবারের দাবি,মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে রবীন্দ্রনাথ চৌবেকে। প্রতিবেশীরাও বলছেন বিনা দোষে ফাঁসানো হয়েছে তাদের পন্ডিতজীকে।ভদ্রেশ্বরে জুটমিল কর্তা খুনের ঘটনার পর থেকেই থমথমে গোটা এলাকা। ঘটনার পরেই মিলের ছয় শ্রমিককে গ্রেফতার করেছে পুলিস। গ্রেফতার হয়েছেন মিলের পুরনো শ্রমিক রবীন্দ্রনাথ চৌবে। এলাকায় পন্ডিতজী নামেই বেশি পরিচিত মিলের এই পুরনো শ্রমিক। পন্ডিতজীর গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছেন মিলের শ্রমিকরা।

Updated By: Jun 16, 2014, 08:52 PM IST

ভদ্রেশ্বর জুট মিলে খুনের ঘটনায় ছ জনকে গ্রেফতার করেছে পুলিস। পুলিসের ধড়পাকড় নিয়ে প্রশ্ন তুলছেন মিলের শ্রমিকরা। ধৃতদের তালিকায় রয়েছেন জুটমিলের পুরনো শ্রমিক রবীন্দ্রনাথ চৌবে। এলাকায় পরিচিত পন্ডিতজী নামেই। ধৃতের পরিবারের দাবি,মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে রবীন্দ্রনাথ চৌবেকে। প্রতিবেশীরাও বলছেন বিনা দোষে ফাঁসানো হয়েছে তাদের পন্ডিতজীকে।ভদ্রেশ্বরে জুটমিল কর্তা খুনের ঘটনার পর থেকেই থমথমে গোটা এলাকা। ঘটনার পরেই মিলের ছয় শ্রমিককে গ্রেফতার করেছে পুলিস। গ্রেফতার হয়েছেন মিলের পুরনো শ্রমিক রবীন্দ্রনাথ চৌবে। এলাকায় পন্ডিতজী নামেই বেশি পরিচিত মিলের এই পুরনো শ্রমিক। পন্ডিতজীর গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছেন মিলের শ্রমিকরা।

ভুয়ো অভিযোগে ফাঁসানোর অভিযোগ তুলেছেন ধৃত রবীন্দ্রনাথ চৌবের পরিবারও।

.