উদয়নের তদন্তে জোড়া SIT গঠন

উদয়নের বাবা-মাকে খুনের ঘটনার তদন্তে জোড়া SIT গঠন করা হয়েছে। রায়পুরে ব্যাঙ্ক ও পেনশন দফতরে যাবে একটি দল। মায়ের অ্যাকাউন্ট থেকে ২০ লক্ষ টাকা তোলে উদয়ন দাস। ২০০৮ থেকে ২০১৩ সালের মধ্যে এই টাকা তোলা হয় বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। খুনের মামলা ছাড়াও রায়পুরে ২ টি থানায় আলাদা মামলা করা হচ্ছে। জাল ডেথ সার্টিফিকেট জারির জন্য জেরার মুখে চিকিৎসক এবং নার্স। (ভিলেন 'সেলিব্রিটি', ঘাতক উদয়নকে নিয়েই সেলফি তোলার হিড়িক)

Updated By: Feb 9, 2017, 09:43 AM IST
উদয়নের তদন্তে জোড়া SIT গঠন

ব্যুরো: উদয়নের বাবা-মাকে খুনের ঘটনার তদন্তে জোড়া SIT গঠন করা হয়েছে। রায়পুরে ব্যাঙ্ক ও পেনশন দফতরে যাবে একটি দল। মায়ের অ্যাকাউন্ট থেকে ২০ লক্ষ টাকা তোলে উদয়ন দাস। ২০০৮ থেকে ২০১৩ সালের মধ্যে এই টাকা তোলা হয় বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। খুনের মামলা ছাড়াও রায়পুরে ২ টি থানায় আলাদা মামলা করা হচ্ছে। জাল ডেথ সার্টিফিকেট জারির জন্য জেরার মুখে চিকিৎসক এবং নার্স। (ভিলেন 'সেলিব্রিটি', ঘাতক উদয়নকে নিয়েই সেলফি তোলার হিড়িক)

উদয়নের বাবা-মায়ের অস্থি উদয়নকে দেবে না পুলিস বাবা-মায়ের অস্থি দেওয়া হবে কাকাদের হাতেই আত্মীয়দের সঙ্গে শিগগিরই যোগাযোগ করবে রায়পুর পুলিস। ('হলিউড ক্রাইম থ্রিলার দেখে খুনের ছক')

.