বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করতে বোনকে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে

বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করতে বোনকে লাথি মেরে খুনের অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। অভিযুক্ত দাদাকে গ্রেফতার করেছে কোলাঘাট থানার পুলিস।সম্পর্কের মমত্ব  হিংসা আটকাতে পারেনি। সম্পত্তির জন্য হিংসার বলি হলেন ভোগপুরের নমিতা বেরা। মেয়ের যাতে কোনও অসুবিধে না হয় নমিতার বাবা নমিতাকে কয়েক কাঠা জমি দিয়েছিলেন। আর তা নিয়েই গণ্ডগোল।

Updated By: Mar 6, 2017, 06:17 PM IST
বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করতে বোনকে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে

ওয়েব ডেস্ক: বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করতে বোনকে লাথি মেরে খুনের অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। অভিযুক্ত দাদাকে গ্রেফতার করেছে কোলাঘাট থানার পুলিস।সম্পর্কের মমত্ব  হিংসা আটকাতে পারেনি। সম্পত্তির জন্য হিংসার বলি হলেন ভোগপুরের নমিতা বেরা। মেয়ের যাতে কোনও অসুবিধে না হয় নমিতার বাবা নমিতাকে কয়েক কাঠা জমি দিয়েছিলেন। আর তা নিয়েই গণ্ডগোল।

আরও পড়ুন বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল ডাউন শালিমার-লোকমান্য তিলক এক্সপ্রেস

মাঝে মধ্যেই নমিতার সঙ্গে তার দাদা ভাইদের গণ্ডগোল হত। অভিযোগ, সম্পত্তির ভাগ চাইতে গেলে দাদা বোনের পেটে সজোরে লাথি মারে। তাতেই মৃত্যু হয় নমিতার।সম্পত্তির বিবাদেই যে বোনকে খুন করা হয়েছে স্বীকার করেছেন নামিতার অন্য এক দাদা। বোনকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দাদাকে।

আরও পড়ুন  চোর সন্দেহে চায়ের দোকানদারকে পিটিয়ে খুন

.