গুরুতর আহত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে একটি দাঁতাল

গুরুতর আহত অবস্থায় প্রায় একমাস ধরে বক্সার জঙ্গলের রায়ডাক রেঞ্জে ঘুরে বেড়াচ্ছে একটি দাঁতাল হাতি। পায়ে রয়েছে ক্ষতের স্পষ্ট চিহ্ন। কিন্তু, হাতিটির সামনে যেতে না পারায় চিকিত্সা করাতে পারছেন না বনকর্মীরা।

Updated By: Feb 26, 2012, 01:07 PM IST

গুরুতর আহত অবস্থায় প্রায় একমাস ধরে বক্সার জঙ্গলের রায়ডাক রেঞ্জে ঘুরে বেড়াচ্ছে একটি দাঁতাল হাতি। পায়ে রয়েছে ক্ষতের স্পষ্ট চিহ্ন। কিন্তু, হাতিটির সামনে যেতে না পারায় চিকিত্সা করাতে পারছেন না বনকর্মীরা।
বনকর্মীরা আগে ভেবেছিলেন, নিজের থেকেই ক্ষত শুকিয়ে সুস্থ হয়ে উঠবে হাতিটি। কিন্তু, দেখা গেছে ক্ষতটিতে সংক্রমণ হয়ে গিয়েছে। যন্ত্রনায় কাতর হাতিটি প্রায়শই হামলা চালাচ্ছে হাতিটি। শিগগিরই চিকিত্সার ব্যবস্থা না করতে হাতিটির গুরুতর শারীরিক ক্ষতি হতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন বন দফতরের চিকিত্সকেরা।  

.