প্রকাশ্য রাস্তায় বীরভূমের সেই কাজল শেখকে লক্ষ্য করে গুলি, 'কাঠগড়ায়' অনুব্রত গোষ্ঠী
প্রকাশ্য রাস্তায় শ্যুটআউট। টার্গেট কাজল শেখ। বোলপুরে, তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে চলল ব্যাপক বোমাবাজি। যদিও বোমা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান কাজল শেখ। অভিযোগ, হামলা চালিয়েছে অনুব্রত গোষ্ঠীর লোকজনই। তবে অস্বস্তি এড়াতে সিপিএমের ঘাড়ে দোষ চাপাচ্ছে তৃণমূল।
ওয়েব ডেস্ক: প্রকাশ্য রাস্তায় শ্যুটআউট। টার্গেট কাজল শেখ। বোলপুরে, তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে চলল ব্যাপক বোমাবাজি। যদিও বোমা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান কাজল শেখ। অভিযোগ, হামলা চালিয়েছে অনুব্রত গোষ্ঠীর লোকজনই। তবে অস্বস্তি এড়াতে সিপিএমের ঘাড়ে দোষ চাপাচ্ছে তৃণমূল।
দেড়শো মিটারের মধ্যে হাসপাতাল। চারদিকে ঘন বসতি। এরই মধ্যে গুলি, বোমা নিয়ে দুষ্কৃতী হামলা। নিশানায় কাজল শেখ।
এদিন স্ত্রীকে দেখতে হাসপাতালে যাচ্ছিলেন কাজল । অপেক্ষায় ছিল দুষ্কৃতীরাও।
আট জনের নামে থানায় অভিযোগ দায়ের। তালিকায় নাম রয়েছে-
আনন্দ শেখ
শেখ সাব্বার
মরু শেখ
কাজল শেখ
খোকন মির্জা
কুরবান শেখ
ভুটার খান্দেকর, ও
আকালী মুন্না
এদের মধ্যে কুরবান শেখ, ভুটার খান্দেকর এবং আকালী মুন্নার কোনও রাজনৈতিক পরিচয় না থাকলেও, বাকিরা এলাকায় শাসক ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত।
বীরভূমে তৃণমূলের একদিকে যদি নাম থাকে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের, তাহলে অন্য মেরুতে কাজল শেখ। দুই গোষ্ঠীর দ্বন্দ্ব কারোর অজানা নয়। সেকারণে কাজল শেখের ওপর হামলার অভিযোগ উঠেছে অনুব্রত গোষ্ঠীরই বিরুদ্ধে। তবে মুখে গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানতে নারাজ কাজল শেখ।