শান্তিনিকেতনে অশান্তির কালো মেঘ
Updated By: Nov 26, 2015, 09:55 PM IST
ওয়েব ডেস্ক: শান্তিনিকেতনে, অশান্তির কালো মেঘ। দিনরাত গাড়ির হর্ন, ধোঁয়ায় ঢাকা আকাশ-বাতাস। বিষাক্ত পরিবেশ। বিরক্ত আশ্রমিকরা। কিন্তু কবির স্বপ্নের শান্তিনিকেতনের কেন এই দুরবস্থা? চব্বিশ ঘণ্টার বিশেষ রিপোর্ট। কবিগুরুর স্বপ্ন ভেঙে চুরমার। এই কি তাঁর শান্তিনিকেতন?
এই অবস্থা? ঝামেলার মূলে লালপুল ব্রিজ। এখনও ভাঙা ব্রিজ সারাই হয়নি। ফলে বদলে দিতে হয়েছে বোলপুর শহরের যান চলাচলের রুট। সব গাড়িঘোড়া এখন চলছে শান্তিনিকেতনের মধ্যে দিয়ে। গাড়ির লাইন, যানজট, দিনরাত হর্নের আওয়াজে কান পাতা দায়।
কেন ব্রিজের কাজ শেষ হল না? এর মধ্যেও ঢুকে পড়েছে রাজনীতি।
কবে খুলবে ব্রিজ? মুক্তি পাবে শান্তিনিকেতন? কাউন্সিলর দিনক্ষণ বলে দিলেও, ঠিক করে বলতে পারছে না প্রশাসন।
সামনেই পৌষ মেলা। দেশ-বিদেশ থেকে মানুষ আসবেন। তখন কী হবে ?