হিলি : স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল বিএসএফের বিরুদ্ধে। অপমানে আত্মঘাতী সপ্তম শ্রেণির ওই ছাত্রী। স্থানীয়দের অভিযোগ, বিএসএফের বিরুদ্ধে এমন অভিযোগ এর আগেও উঠেছে। দক্ষিণ দিনাজপুরের হিলির গোঁসাইপুরের ঘটনা। বিএসএফের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
রোজকার মতই নিজের চেনা পথ ধরে শনিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিল সপ্তম শ্রেণির ছাত্রী। অভিযোগ সেইসময় তার পথ আটকায় বিএসএফের পঁচাত্তর ব্যাটেলিয়ানের এক জওয়ান। জবরদস্তি প্রায় ঘণ্টা দুয়েক ধরে ছাত্রীর তল্লাসি চালানো হয় বলে অভিযোগ। এমনকি সেইসময় তার গায়েও হাত দেয় ওই জওয়ান । ঘটনাস্থলে ছাত্রীর মা এলে জওয়ানের সঙ্গে বচসা বাধে। এরপরেই বিকেলে আত্মঘাতী হয় ওই ছাত্রী। অপমানের জেরেই আত্মহত্যা বলে দাবি নির্যাতিতার পরিবারের।
পুরুষ বিএসএফ জওয়ান কেন মহিলা বাসিন্দার শারীরিক তল্লাসি নেবে? এই প্রশ্ন তুলে শনিবার দুপুরেই অভিযোগ দায়ের হয় হিলি থানাতে। এমন অভিযোগ বিএসএফের বিরুদ্ধে আগেও উঠেছে, জানাচ্ছেন বাসিন্দারা। ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্ত জওয়ান। তবে বিএসেফের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
আত্মঘাতী স্কুলছাত্রী, গায়ে হাত দিয়ে তল্লাসির অভিযোগ BSF জওয়ানের বিরুদ্ধে