বীরভূমে শতাব্দীর মঞ্চ ভাঙলেন তৃণমূল কর্মীরাই

অর্পিতা ঘোষ, ইন্দ্রনীল সেন, সুগত বসুর পর এবার দলের কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। সভা করার অনুরোধ না রাখায় মঞ্চ ভাঙলেন তৃণমূল কর্মীরাই। পতাকা-ফেস্টুনও ছিঁড়ে দেওয়া হল। বীরভূমের কুশতোড় গ্রামে এই ঘটনা ঘটল আজ দুপুরে। কর্মিসভায় বিক্ষোভের মুখে পড়েছিলেন বালুরঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষ।

Updated By: Apr 2, 2014, 11:43 PM IST

অর্পিতা ঘোষ, ইন্দ্রনীল সেন, সুগত বসুর পর এবার দলের কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। সভা করার অনুরোধ না রাখায় মঞ্চ ভাঙলেন তৃণমূল কর্মীরাই। পতাকা-ফেস্টুনও ছিঁড়ে দেওয়া হল। বীরভূমের কুশতোড় গ্রামে এই ঘটনা ঘটল আজ দুপুরে। কর্মিসভায় বিক্ষোভের মুখে পড়েছিলেন বালুরঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষ।

ভাঙড়ে প্রচারে গিয়ে আরাবুল ও কাইজার গোষ্ঠীর দ্বন্দ্বের চেহারাটা দেখে এসেছিলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সুগত বসু। দলের একাধিক কর্মিসভায় বিক্ষোভের ছবিটা দেখেছেন বহরমপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইন্দ্রনীল সেন। এবার দলের কর্মীদের বিক্ষোভটা দেখলেন বীরভূমের তৃণমূল কংগ্রেস প্রার্থী। সিউড়ি যাওয়ার পথে কুশতোড় গ্রামে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের গাড়ি আটকান দলের কর্মী সমর্থকরা। মঞ্চ বাঁধা রয়েছে। কর্মীরা প্রার্থীকে একটি সভা করতে অনুরোধ করেন। কিন্তু সূচিতে সভা করার কথা ছিল না। তাই কুশতোড় গ্রামে সভা করতে রাজি হননি প্রার্থী। আর তাতেই ক্ষুব্ধ তৃণমূল সমর্থকেরা ভেঙে ফেললেন মঞ্চ। ছিঁড়ে দিলেন তৃণমূলের পতাকা-ফেস্টুন।

প্রার্থী যাই বলুন না কেন, তৃণমূল প্রার্থীর আচরণে কিন্তু বেশ রুষ্টই কুশতোড় গ্রামের বাসিন্দারা।

.