আজ মহাষষ্ঠী, দেবীর বোধন

শিউলি ঝরা শরত্‍। আকাশে পেঁজা তুলো মেঘ। ঢাকের বাদ্যি আর মনের ভিতর হাওয়ায় দোলা কাশফুল। আজ ষষ্ঠী। দেবীর বোধন দিয়ে শুরু হয়ে গেল শারদোত্‍সব।

Updated By: Oct 2, 2011, 09:57 AM IST

শিউলি ঝরা শরত্‍। আকাশে পেঁজা তুলো মেঘ। আজ ষষ্ঠী। দেবীর বোধন দিয়ে শুরু হয়ে গেল শারদোত্সব। তবে পুজোর ঢাকে কাঠি পড়ে গেছে দুদিন আগে থেকেই। ষষ্ঠীর সকাল থেকে আমুদে বাঙালি রাস্তায়। প্যান্ডেলে প্যান্ডেলে থিকথিকে ভিড়। নতুন জুতোর ফোস্কা আর চিড়বিড়ে রোদ উপেক্ষা করে রাস্তায় হাঁটছে আট থেকে আটষট্টি। সামনে আরও পাঁচটা দিন। কিন্তু, সবুর করতে নারাজ কলকাতা। সূর্য অস্ত যেতেই বোধনের কলকাতায় অষ্টমীর ভিড়। বাড়ির পুজো থেকে বারোয়ারি, এলিট থিমপুজো থেকে গলির সাদামাটা প্যান্ডেল, উত্সবে মাতোয়ারা বাঙালির যাতায়াত সর্বত্র।

.