ফের বিতর্কে সালিশি সভা, সালিশি সভায় অপমানিত হয়ে সাগরদিঘিতে আত্মহত্যা

বিবাহবহির্ভুত সম্পর্কের বিচারে বসল সালিশি সভা। আর এই সালিশিসভার পরেই  মুর্শিদাবাদের সাগরদিঘিতে আত্মঘাতী হলেন এক স্কুল শিক্ষক। পরিবারের দাবি  গ্রামের সালিশি সভায় চূড়ান্ত অপমানিত হয়েই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই যুবক। বেশ কিছু দিন ধরেই  প্রতিবেশী এক মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল ওই  শিক্ষকের।

Updated By: Sep 14, 2014, 04:09 PM IST

ওয়েব ডেস্ক: বিবাহবহির্ভুত সম্পর্কের বিচারে বসল সালিশি সভা। আর এই সালিশিসভার পরেই  মুর্শিদাবাদের সাগরদিঘিতে আত্মঘাতী হলেন এক স্কুল শিক্ষক। পরিবারের দাবি  গ্রামের সালিশি সভায় চূড়ান্ত অপমানিত হয়েই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই যুবক। বেশ কিছু দিন ধরেই  প্রতিবেশী এক মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল ওই  শিক্ষকের।

দুজনের প্রণয় মেনে নিতে পারেননি গ্রামের মতব্বররা। গত ১১ তারিখ সালিশি সভা বসে সাগরদিঘির দোহালডাঙা গ্রামে।  দুজনকেই এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়।  ওই যুবকের পরিবারের দাবি, এর পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি। শেষ পর্যন্ত গতকাল রাতে বিষ খেয়ে আত্মঘাতী  হন ওই শিক্ষক। পরিবারের তরফে সাগর দিঘি থানায় অভিযোগ দায়ের করা হয়।

.