ভোটারদের প্রভাবিত করার অভিযোগে রূপার বিরুদ্ধে কমিশনে লক্ষ্মী, পাল্টা অভিযোগ বুথ জ্যামের

সকালে ভোটগ্রহণ শুরু হতেই নজরে হাওড়া। আরও বিশদে বললে উত্তর হাওড়ার বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলি। একের পর এক বুথে তিনি ঘুরছেন। একদিকে যেমন তিনি বুথ জ্যাম করে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছেন শাসকদলের বিরুদ্ধে। তেমনই তৃণমূলের কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েছেন। বুথে ঢুকে ভোটারদের ভয় ও প্রভাবিত করার অভিযোগে রূপার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন উত্তর হাওড়ার তৃণমূল লক্ষ্মীরতন শুক্লা। তাঁর অভিযোগ, ভোটারদের প্রভাবিত করছেন রূপা গাঙ্গুলি। বুথের ভিতর ঢুকে অনৈতিক ভাবে মোবাইলে ছবি তুলছেন। ধাক্কাধাক্কি করেছেন বিজেপি প্রার্থী।

Updated By: Apr 25, 2016, 12:14 PM IST
ভোটারদের প্রভাবিত করার অভিযোগে রূপার বিরুদ্ধে কমিশনে লক্ষ্মী, পাল্টা অভিযোগ বুথ জ্যামের

ওয়েব ডেস্ক : সকালে ভোটগ্রহণ শুরু হতেই নজরে হাওড়া। আরও বিশদে বললে উত্তর হাওড়ার বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলি। একের পর এক বুথে তিনি ঘুরছেন। একদিকে যেমন তিনি বুথ জ্যাম করে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছেন শাসকদলের বিরুদ্ধে, তেমনই তৃণমূলের কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েছেন। বুথে ঢুকে ভোটারদের ভয় ও প্রভাবিত করার অভিযোগে রূপার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন উত্তর হাওড়ার তৃণমূল প্রার্থী লক্ষ্মীরতন শুক্লা। তাঁর অভিযোগ, ভোটারদের প্রভাবিত করছেন রূপা গাঙ্গুলি। বুথের ভিতর ঢুকে অনৈতিক ভাবে মোবাইলে ছবি তুলেছেন। ধাক্কাধাক্কি করেছেন বিজেপি প্রার্থী। অভিযোগ পেয়ে রূপার গতিবিধি নিয়ে পুঙ্খানুপুঙ্খু রিপোর্ট তলব করল কমিশন।

ভোটদান চলছে, অথচ লাইন এগোচ্ছে না। উত্তর হাওড়ার বামনগাছির অরবিন্দ হাইস্কুলে বুথজ্যামের অভিযোগ ভোটারদের। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তিতিবিরক্ত হন ভোটাররা। খবর পেয়ে ওই বুথে যান বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলি ও কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক। বুথ জ্যামের অভিযোগে ক্ষোভ উগরে দেন অনেকে। ভোটারদের একাংশের অভিযোগ, প্রথমে লাইন সামলাচ্ছিল সিআরপিএফ। রাজ্য পুলিস তাঁদের ডেকে নিয়ে চলে যাওয়ার পরেই ভোটারদের লাইন এগোনো থেমে যায়। রাজ্য পুলিস কমিশনের নিয়ম ভেঙে বুথের ভিতরে যাচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা। যদিও, বুথের ইলেক্টোরাল অফিসার বুথ জ্যামের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। 

এরপর সালকিয়ায় তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন রূপা। শ্রীকৃষ্ণ বালিকা বিদ্যালয়ে ফলস ভোট, বুথ জ্যামের অভিযোগ পেয়ে এলাকায় যান বিজেপি প্রার্থী। সেখানে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন তিনি। বিষয়টি জানিয়ে অবজার্ভারকে রিপোর্ট করেন রূপা।

হাওড়া পুরসভার ডেপুটি মেয়রের বিরুদ্ধেও ফলস ভোট করার অভিযোগ উত্তর হাওড়ার বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলির। রূপার অভিযোগ, বামনগাছি কেন্দ্রীয় বিদ্যালয়ে নির্দল প্রার্থীর হয়ে বুথের ভিতরে ঢুকে ভোট করাচ্ছিলেন ডেপুটি মেয়র মিনতি অধিকারী। বুথ চত্বরে এবিষয়ে মন্তব্য এড়িয়ে গিয়েছেন ডেপুটি মেয়র।

ভিডিওয় দেখুন ঘটনাটি-

.