টোকাটুকি কাণ্ডে বাতিল তৃণমূল নেতার স্ত্রী পম্পা পালের রেজিস্ট্রেশন

মেঘনাদ সাহা কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তেই সিলমোহর দিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষায় নকল করার অভিযোগে বাতিল করা হল তৃণমূলের জেলা পরিষদের দলনেতা গৌতম পালের স্ত্রী পম্পা পালের রেজিস্ট্রেশন। বাতিল হয়েছে নকল করতে গিয়ে ধরা পড়া আরও ৭৮ জন পরীক্ষার্থীর রেজিস্ট্রেশনও।

Updated By: Sep 3, 2013, 10:44 AM IST

মেঘনাদ সাহা কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তেই সিলমোহর দিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষায় নকল করার অভিযোগে বাতিল করা হল তৃণমূলের জেলা পরিষদের দলনেতা গৌতম পালের স্ত্রী পম্পা পালের রেজিস্ট্রেশন। বাতিল হয়েছে নকল করতে গিয়ে ধরা পড়া আরও ৭৮ জন পরীক্ষার্থীর রেজিস্ট্রেশনও।
শেষ পর্যন্ত সোমবার কড়া পদক্ষেপের রাস্তাতেই হাঁটল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজনৈতিক পরিচয় না দেখে নকল করতে গিয়ে ধরা পড়া পরীক্ষার্থী পম্পা পালের রেজিস্ট্রেশন বাতিল করা হল। বাতিল হয়েছে একই অভিযোগে ধৃত আরও ৭৮ জন পরীক্ষার্থীর রেজিস্ট্রেশনও. সোমবারই  নিরাপত্তার দাবিতে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শ্যামসুন্দর বৈরাগ্যকে রাতভর ঘেরাও করে রাখে বিশ্ববিদ্যালয়ের কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির অধ্যাপক ও অধ্যাপিকারা।
হরিরামপুর কলেজের ঘটনায় অভিযুক্ত উনিশজন পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন আগেই বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ নিলেও পম্পা পালের ঘটনা প্রকাশ্যে আসার পরদিন কিন্তু অধ্যক্ষা স্বপ্না মুখার্জিকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
এরপরও  বন্ধ হয়নি পরীক্ষায় নকল. থেমে থাকেনি শিক্ষাঙ্গনে অধ্যক্ষ নিগ্রহের ঘটনাও।  উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালিতে কালীনগর কলেজে আক্রান্ত হন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। একইদিনে দক্ষিণ দিনাজপুরের  হরিরামপুরে দেওয়ান আব্দুল গনি কলেজে গিয়ে আক্রান্ত হন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সনাতন দাস।

.