রেশন সামগ্রী দেওয়া নিয়ে ধুন্ধুমার কোচবিহারের টাকগাছ
রেশনে মালপত্র দেওয়া নিয়ে এক যুবককে পেটানোর অভিযোগ রেশন মালিকের বিরুদ্ধে। প্রতিবাদে রেশন দোকানে ভাঙচুর চালাল গ্রামবাসীরা। রণক্ষেত্র কোচবিহারের টাকগাছ এলাকা।
Updated By: Feb 5, 2017, 12:01 PM IST
ওয়েব ডেস্ক : রেশনে মালপত্র দেওয়া নিয়ে এক যুবককে পেটানোর অভিযোগ রেশন মালিকের বিরুদ্ধে। প্রতিবাদে রেশন দোকানে ভাঙচুর চালাল গ্রামবাসীরা। রণক্ষেত্র কোচবিহারের টাকগাছ এলাকা।
শুধু চিনি বা কেরোসিন দেওয়া যাবে না। সব মালপত্র দিতে হবে। এরই প্রতিবাদ করেন সুশান্ত রায় নামে এক যুবক। রেশন দোকানের কর্মীরা তাঁর গলা টিপে ধরেন বলে অভিযোগ। খবর পেয়েই ওই রেশন দোকানে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। রণক্ষেত্রর চেহারা নেয় কোচবিহারের টাকগাছ এলাকা। ঘটনাস্থলে পৌছয় দমকল ও কোতোয়ালি থানার পুলিস। পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।
আরও পড়ুন, সল্টলেকে পিটিয়ে খুন ম্যাটাডোর চালক
Tags: