স্বাভাবিক ছবি রানীগঞ্জের আনন্দলোক হাসপাতালে
সল্টলেক আনন্দলোকে নতুন রোগীদের জন্য দরজা বন্ধ। তবে রানিগঞ্জে আনন্দলোকের শাখায় দেখা গেল অন্য ছবি। হাসপাতাল স্বাভাবিক। রোগী ভর্তিই হোক বা অপারেশন, সবই হয়েছে আর পাঁচদিনের মতোই।
ওয়েব ডেস্ক: সল্টলেক আনন্দলোকে নতুন রোগীদের জন্য দরজা বন্ধ। তবে রানিগঞ্জে আনন্দলোকের শাখায় দেখা গেল অন্য ছবি। হাসপাতাল স্বাভাবিক। রোগী ভর্তিই হোক বা অপারেশন, সবই হয়েছে আর পাঁচদিনের মতোই।
আর পাঁচ দিনের মতোই স্বাভাবিক রানীগঞ্জের আনন্দলোক হাসপাতাল। রোগীদের ভিড়। বাইরে আত্মীয়-পরিজনদের উদ্বিগ্ন মুখের সারি। রোগী ভর্তি বন্ধ হয়নি মঙ্গলবারও। এদিনও রোগীদের পেসমেকার বসানো হয়েছে। হয়েছে অন্যান্য অপারেশনও। প্রায় ৩৫০ জন কর্মী রানিগঞ্জের আনন্দলোক হাসপাতালে চিকিত্সা চলছে ৪৫ জন রোগীর
এখানে হাসপাতাল বন্ধ করা হয়নি। সাফ জানিয়েছে কর্তৃপক্ষ। তুলনামূলক কম খরচে সুচিকিত্সা। এই আশায় শুধু রানিগঞ্জ বা আসানসোল নয়, বহু দূরদূরান্ত থেকে রোগীর ভিড় হয় এখানে। কর্তৃপক্ষের আশ্বাসে স্বস্তি তাঁদের চোখেমুখেও।