বনগাঁ থেকে সুন্দরবন, সীমান্ত সমস্যায় তৎপর রাজনাথ

রাজ্য সফরের দ্বিতীয় দিনে বনগাঁয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।  সেখানে বর্ডার আউটপোস্টগুলি  পরিদর্শন করেন রাজনাথ সিং।এরপর আজই দুপুরে  সুন্দরবনে জলসীমান্তও পরিদর্শনে যাবেন তিনি।  তাঁর সফর ঘিরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে রাজ্যে রাজনৈতিক মহলে।  রাজনাথ সিংয়ের রাজ্য সফর নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী।  মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ , সফরের বিষয়ে  ব্যাপারে  রাজ্যের সঙ্গে কোনও আলোচনাই করেনি কেন্দ্র। ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছিটমহল যাওয়া নিয়েও গতকাল প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

Updated By: Apr 1, 2015, 12:08 PM IST
বনগাঁ থেকে সুন্দরবন, সীমান্ত সমস্যায় তৎপর রাজনাথ

ওয়েব ডেস্ক: রাজ্য সফরের দ্বিতীয় দিনে বনগাঁয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।  সেখানে বর্ডার আউটপোস্টগুলি  পরিদর্শন করেন রাজনাথ সিং।এরপর আজই দুপুরে  সুন্দরবনে জলসীমান্তও পরিদর্শনে যাবেন তিনি।  তাঁর সফর ঘিরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে রাজ্যে রাজনৈতিক মহলে।  রাজনাথ সিংয়ের রাজ্য সফর নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী।  মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ , সফরের বিষয়ে  ব্যাপারে  রাজ্যের সঙ্গে কোনও আলোচনাই করেনি কেন্দ্র। ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছিটমহল যাওয়া নিয়েও গতকাল প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

 মুখ্যমন্ত্রী  টুইটারে নিজের প্রতিক্রিয়া জানান। তিনি টুইট করেন, " স্বরাষ্ট্র মন্ত্রী বিজেপি সাংসদদের নিয়ে কোচবিহারের ছিটমহল পরিদর্শন করেছেন। এর পিছনে কী কোনও রাজনৈতিক অভিসন্ধি রয়েছে?"
টুইটে মুখ্যমন্ত্রী আরও জানান, "ছিটমহল পরিদর্শনের আগে রাজ্য সরকারের সাথে কোনওরকম আলোচনা করেনি কেন্দ্রীয় সরকার।"

.