খানাখন্দে ভরা রাস্তার সঙ্গে ধুলোবালির পাহাড়, সড়ক সারাইয়ের দাবিতে অবরোধ রাজারহাটে
খানাখন্দে ভরা রাস্তা। তাতে গোদের ওপর বিষফোঁড়ার মতো ধুলোবালির পাহাড়। দুইয়ে মিলে অতিষ্ঠ এলাকাবাসী। রাজারহাট ২১১ রুটের রাস্তার এমনই বেহাল দশা কয়েক মাস ধরে।
ওয়েব ডেস্ক: খানাখন্দে ভরা রাস্তা। তাতে গোদের ওপর বিষফোঁড়ার মতো ধুলোবালির পাহাড়। দুইয়ে মিলে অতিষ্ঠ এলাকাবাসী। রাজারহাট ২১১ রুটের রাস্তার এমনই বেহাল দশা কয়েক মাস ধরে।
রাস্তা সারাইয়ের দাবিতে আজ পথ অবরোধ করলেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, রাস্তার এই বেহাল অবস্থা নিয়ে বারবার প্রশাসনকে জানিয়েছেন তাঁরা। ভাঙাচোরা রাস্তায় যাতায়াতের সমস্যা তো রয়েইছে। তার ওপর, রাস্তার ধুলোতে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারাও। অবিলম্বে সারাইয়ের দাবিতে আজ ঘণ্টাখানেক পথ অবরোধ হয়। পরে পুলিস গিয়ে অবরোধ তুলে দেয়। যতদিন রাস্তা সারাই না হচ্ছে, দিনে তিনবার করে রাস্তায় জল দেওয়ার দাবি তুলেছেন ব্যবসায়ীরা। তাঁদের আশা, এতে অন্তত ধুলোর সমস্যা থেকে মুক্তি মিলবে।