বৃষ্টি হতেই ফের জলে ডুবল হাওড়ার বিভিন্ন ওয়ার্ড

বৃষ্টি হতেই ফের জলে ডুবল হাওড়ার বিভিন্ন ওয়ার্ড। উত্তর, মধ্য, দক্ষিণ হাওড়া, শিবপুর,বালি বিধানসভাকেন্দ্রের বহু গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন। জল ঢুকে পড়েছে বাড়ির উঠোনগুলোতেও। অতিরিক্ত পাম্প চালিয়ে জল বার করার চেষ্টা করা হলেও এখনও জল নামেনি। গত ২৪ ঘণ্টার বেশিরভাগ সময়েই অঝোরে বৃষ্টি পড়েছে। নিকাশি ব্যবস্থা তেমন ভালো নয়। তাই জল নামছে না।

Updated By: Sep 6, 2016, 09:35 AM IST
বৃষ্টি হতেই ফের জলে ডুবল হাওড়ার বিভিন্ন ওয়ার্ড

ওয়েব ডেস্ক: বৃষ্টি হতেই ফের জলে ডুবল হাওড়ার বিভিন্ন ওয়ার্ড। উত্তর, মধ্য, দক্ষিণ হাওড়া, শিবপুর,বালি বিধানসভাকেন্দ্রের বহু গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন। জল ঢুকে পড়েছে বাড়ির উঠোনগুলোতেও। অতিরিক্ত পাম্প চালিয়ে জল বার করার চেষ্টা করা হলেও এখনও জল নামেনি। গত ২৪ ঘণ্টার বেশিরভাগ সময়েই অঝোরে বৃষ্টি পড়েছে। নিকাশি ব্যবস্থা তেমন ভালো নয়। তাই জল নামছে না।

আরও পড়ুন দুর্যোগের ভোগান্তি থেকে আজও রেহাই নেই কলকাতা বা রাজ্যবাসীর

উল্টে বেড়েই চলেছে বিভিন্ন জায়গায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে তাই রয়েছে খানিকটা আতঙ্কও। কারণ, এরপরও যদি বৃষ্টি হতে থাতে, তাহলে জল ঢুকে যাবে বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের বাড়ির মধ্যেও। 

আরও পড়ুন  ভারী বৃষ্টির জেরে উত্তর ও মধ্য কলকাতায় এখনও জল জমে রয়েছে, জল ট্রেন লাইনেও

.