ভাড়া বৃদ্ধি প্রতিবাদে ডায়মন্ডহারবারে রেল অবরোধ, সমস্যায় নিত্যযাত্রীরা

মান্থলির ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শিয়ালদহ দক্ষিণের ডায়মন্ডহারবার শাখায় ট্রেন অবরোধ করলেন যাত্রীরা। আজ সকাল ছটা থেকে মগরাহাট, ধামুয়াসহ বিভিন্ন স্টেশনে অবরোধ শুরু হয়। ওভারহেড তারে কলাপাতা ফেলে দিয়ে আটকে দেওয়া হয় ট্রেন। অবরোধের জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।

Updated By: Jun 25, 2014, 11:48 AM IST

মান্থলির ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শিয়ালদহ দক্ষিণের ডায়মন্ডহারবার শাখায় ট্রেন অবরোধ করলেন যাত্রীরা। আজ সকাল ছটা থেকে মগরাহাট, ধামুয়াসহ বিভিন্ন স্টেশনে অবরোধ শুরু হয়। ওভারহেড তারে কলাপাতা ফেলে দিয়ে আটকে দেওয়া হয় ট্রেন। অবরোধের জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।

সারা দেশে রেলভাড়া বৃদ্ধি নিয়ে তীব্র সমালোচনায় পড়তে হয় মোদী সরকারকে। তার জেরে বর্ধিত যাত্রীভাড়া কিছুটা প্রত্যাহার করল রেলমন্ত্রক। চোদ্দো দশমিক দুই শতাংশ হারে ভাড়া বৃদ্ধির যে ঘোষণা করা হয়েছিল, তাতে দ্বিতীয় শ্রেণির ক্ষেত্রে ৮০ কিলোমিটার পর্যন্ত ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল। রেলের সংশোধিত নির্দেশাবলিতে বলা হয়েছে, অসংরক্ষিত ট্রেনের ক্ষেত্রে পঁচিশ তারিখের পরিবর্তে বর্ধিত ভাড়া কার্যকর হবে আঠাশ তারিখ থেকে। আশি কিলোমিটার পর্যন্ত দিতে হবে না কোনও বাড়তি ভাড়া। ঘোষণা করেছে রেল দফতর। ভাড়া বাড়ছে মান্থলির। মান্থলিতে কার্যকর হবে চোদ্দ দশমিক দুই শতাংশ ভাড়াবৃদ্ধি। তবে সেক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন যাত্রীরা। রেলের শুক্রবারের ঘোষণা অনুযায়ী, মান্থলি টিকিটের জন্য পনেরো দিনের বদলে একপিঠের তিরিশ দিনের ভাড়া ধার্য করা হয়েছিল। এদিনের ঘোষণায় তা পনেরো দিনেই নামিয়ে আনা হল।

.