`তৃণমূলে না এলে জানে মেরে দেবো`, বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে হুমকি ফোন

তৃণমূলে যোগ না দিলে জানে মেরে ফেলা হবে। কাটোয়ার কংগ্রেস বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে ফোনে খুনের হুমকি দিল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। কাটোয়ার অতিরিক্ত পুলিস সুপারের কাছে এমনই অভিযোগ করেছেন বিধায়ক।

Updated By: Nov 28, 2013, 07:00 PM IST

তৃণমূলে যোগ না দিলে জানে মেরে ফেলা হবে। কাটোয়ার কংগ্রেস বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে ফোনে খুনের হুমকি দিল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। কাটোয়ার অতিরিক্ত পুলিস সুপারের কাছে এমনই অভিযোগ করেছেন বিধায়ক।

তাঁর অভিযোগ, গত ১১ই নভেম্বর তাঁকে ফোন করে তৃণমূলে যোগ দিতে বলেন জনৈক ব্যক্তি। রবীন্দ্রনাথবাবু আপত্তি করলে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এই ঘটনায় তদন্ত শুরু করে পুলিস জানতে পেরেছে, যে মোবাইল থেকে হুমকি দেওয়া হয়েছিল তার সিমটির ঠিকানা মুর্শিদাবাদের।

অপরাধীকে দ্রুত পাকড়াও করা সম্ভব হবে বলেও আশ্বাস দিয়েছেন জেলার পুলিস কর্তারা। কে বা কারা এই ফোন করল তা এখনও জানা যায়নি। তবে কংগ্রেস নেতাদের অভিযোগ তৃণমূলের লোকেরাই এই কাজ করেছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

.