ভোট নয় এমার্জেন্সি চলছে: পূর্ণেন্দু বসু

Updated By: Apr 25, 2016, 08:14 PM IST
ভোট নয় এমার্জেন্সি চলছে: পূর্ণেন্দু বসু

ওয়েব ডেস্ক: ভোটের দিন সিআরপিএফ এবং রাজ্য পুলিসের সঙ্গে বচসায় জড়ালেন পূর্ণেন্দু বসু। বুথে তাঁর সঙ্গীদের  ঢুকতে দেয়নি কেন্দ্রীয় বাহিনী। প্রশ্ন তোলেন রাজারহাট-গোপালপুরের প্রার্থী। শান্তিময় নগরে কেন অটো চলছে না? তা নিয়ে বচসায় জড়ান পুলিসের সঙ্গে।

সপারিষদ ভোট দেখতে বেরোন তৃণমূল প্রার্থী পূর্ণেন্দু বসু।  প্রার্থীর সঙ্গে ঢুকতে দেওয়া হয়নি তাঁর লোকজনকে। কেন? এমনটা করা একেবারেই উচিত  নয়। সিআরপিএফকে পরমার্শ পূর্ণেন্দু বসুর। কমিশের বিরুদ্ধে তৃণমূল প্রার্থীর অভিযোগ, এ যেন এমার্জেন্সি চলছে।

অটো বন্ধ কার নির্দেশে?

এলাকায় ভোটের দিন অটো চলছে না। অনুগামীদের কাছ থেকে অভিযোগ পেয়ে মেজাজ হারালেন পূর্ণেন্দু। সিপিএমই এসবের পিছনে। অভিযোগ তৃণমূল প্রার্থীর। অটো না চললে মানুষ ভোট দিতে আসবে কীভাবে ? প্রথমে সঙ্গীসাথীদের নির্দেশ দিলেন অটো চালু করতে। তারপর বচসায় জড়ালেন রাজ্য পুলিসের সঙ্গে। কার নির্দেশে অটো বন্ধ? জানতে চাইলেন। নির্দেশ দিলেন অটো চালু করার।

.