প্রাথমিক শিক্ষক নিয়োগের মুখে ফের মাথা চাড়া দিল পিটিটিআই সমস্যা

প্রাথমিক শিক্ষক নিয়োগের মুখে ফের মাথা চাড়া দিল পিটিটিআই সমস্যা। সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে আজ প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে অবস্থান বিক্ষোভ করেন পিটিটিআই ছাত্রছাত্রীরা। করুণাময়ী মোড়ও অবরোধ করেন তাঁরা। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে সিবিআই তদন্তেরও দাবি জানান বিক্ষোভকারীরা। রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় পাশ করেছেন প্রায় ১৮ হাজার ছাত্রছাত্রী। এদের মধ্যে মাত্র ২৭১ জনের পিটিটিআই প্রশিক্ষণ রয়েছে।

Updated By: Dec 13, 2013, 10:05 PM IST

প্রাথমিক শিক্ষক নিয়োগের মুখে ফের মাথা চাড়া দিল পিটিটিআই সমস্যা। সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে আজ প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে অবস্থান বিক্ষোভ করেন পিটিটিআই ছাত্রছাত্রীরা। করুণাময়ী মোড়ও অবরোধ করেন তাঁরা। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে সিবিআই তদন্তেরও দাবি জানান বিক্ষোভকারীরা। রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় পাশ করেছেন প্রায় ১৮ হাজার ছাত্রছাত্রী। এদের মধ্যে মাত্র ২৭১ জনের পিটিটিআই প্রশিক্ষণ রয়েছে।

মৌখিক পরীক্ষায় তাঁরা ডাকও পেয়েছেন। কিন্তু রাজ্যে পিটিটিআই প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১৯ হাজার। অভিযোগ, বিরোধী আসনে থাকার সময় এই ছাত্রছাত্রীদের চাকরির আশ্বাস দিলেও ক্ষমতায় এসে তৃণমূল সেই কথা রাখেনি। এরই প্রতিবাদে শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে অবস্থান বিক্ষোভ করেন ট্রেনিং প্রাপ্ত কয়েক হাজার ছাত্রছাত্রী। পরে করুণাময়ী মোড়ও অবরোধ করেন তাঁরা। পুলিস কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করে অবরোধ তুলে দেয়।

পিটিআইআই ছাত্রছাত্রীরা বলছেন শুধুমাত্র চাকরির আশ্বাসেই কয়েক হাজার টাকা খরচ করে ব্রিজ কোর্স করেছিলেন তাঁরা। কিন্তু এরপরও চাকরি না মেলায় চরম সংকটের মুখে পড়তে হচ্ছে তাঁদের। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন পিটিটিআই ছাত্রছাত্রীরা।

সরকার অবিলম্বে বিষয়টির মীমাংসা না করলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রছাত্রীরা।

.