১৫ দিন ধরে জলবন্দি রাষ্ট্রপতির গ্রামের মানুষ

কুয়ে নদীর বাঁধ ভেঙে বানভাসি মিরিটি। ১৫ দিন ধরে জলবন্দি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের মানুষ। মিলছে না ত্রাণ। জুটছে না পানীয় জল। ক্ষোভে ফুঁসছেন বন্যাদুর্গতরা।

Updated By: Aug 4, 2015, 09:56 PM IST
১৫ দিন ধরে জলবন্দি রাষ্ট্রপতির গ্রামের মানুষ

ওয়েব ডেস্ক: কুয়ে নদীর বাঁধ ভেঙে বানভাসি মিরিটি। ১৫ দিন ধরে জলবন্দি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের মানুষ। মিলছে না ত্রাণ। জুটছে না পানীয় জল। ক্ষোভে ফুঁসছেন বন্যাদুর্গতরা।

১৫ দিন ধরে বানভাসি মিরিটি। কুয়ে নদীর  পাড় ভেঙে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের গ্রাম এখন হাঁটু জলের তলায়।  রাস্তা, মাঠ আলাদা করে বোঝার উপায় নেই। হেক্টরের পর হেক্টর কৃষিজমি জলের তলায়।

সাতদিন বন্ধ ছিল স্কুল। সোমবার থেকে খুলেছে। জল পেরিয়ে কোনওমতে স্কুলের পথে পড়ুয়ারা। যাতায়াতে একমাত্র ভরসা নৌকা।

রাষ্ট্রপতির গ্রাম বলে তবুও অল্প কিছু ত্রাণ পৌছেছে মিরিটিতে।  আরও দুরবস্থা পাশের গ্রাম গোকুলবাটির। চারদিকে জলের মাঝে কোনওরকমে বদ্বীপের মতো জেগে রয়েছে গ্রাম। জোটেনি ত্রাণ। শিবিরে সারাদিনে বরাদ্দ এক হাতা খিচুড়ি। মিলছে না পানীয় জল। দেখা নেই প্রশাসনের। ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ।

বন্যা মোকাবিলায় প্রশাসনকে সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদারকি করছেন খোদ মুখ্যমন্ত্রী। তারপরও কেন এমন হাল? প্রশ্ন তুলছেন বন্যাদুর্গতরাই।

 

 

.