চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি শেষ পর্যায়ে
চন্দননগরের ঐতিহ্যশালী জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি শেষ পর্যায়ে। পঞ্চমী থেকেই দর্শনার্থীদের ঢল নামতে চলেছে শহরজুড়ে। বারোয়ারি পুজো উদ্যোক্তাদের ব্যস্ততা এখন তুঙ্গে।
ওয়েব ডেস্ক: চন্দননগরের ঐতিহ্যশালী জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি শেষ পর্যায়ে। পঞ্চমী থেকেই দর্শনার্থীদের ঢল নামতে চলেছে শহরজুড়ে। বারোয়ারি পুজো উদ্যোক্তাদের ব্যস্ততা এখন তুঙ্গে।
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় থিমের প্রবেশ ঘটেছে কয়েক বছর আগেই। মণ্ডপে মণ্ডপে থিমের চমক দিতে তৈরি বারোয়ারি পুজো কমিটিগুলি। তবে এখানকার সব জায়গাতেই প্রতিমা সাবেকি। বিশাল আকৃতির মাতৃমূর্তি দর্শকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। সেই সঙ্গে বাহারি আলোও পুজোর জৌলুস বাড়িয়ে দেয় কয়েকগুণ।
প্রায় সাড়ে তিনশো বছর আগে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের দেওয়ান ইন্দ্র নারায়ণ চৌধুরী প্রথম জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন। তারপর থেকে চন্দননগর ও ভদ্রেশ্বরের প্রায় প্রতিটি এলাকাতেই এই পুজো হয়ে থাকে। চার দিনের উত্সবে সমাগম হয় লক্ষ লক্ষ মানুষের। শুধু শহরের মানুষই নন, জগদ্ধাত্রী পুজোর আকর্ষণে চন্দননগরে ছুটে আসেন দেশ-বিদেশের মানুষও। এ বছর চন্দননগর কেন্দ্রীয় কমিটির অধীনে পুজো হচ্ছে মোট ১৫১টি।