মহিলাকে ধাক্কা দেওয়ার প্রতিবাদে প্রহৃত যুবক

মহিলাকে ধাক্কা দেওয়ার প্রতিবাদ করায় বেদম মারধর করা হল এক যুবককে। গতকাল সন্ধেতে এ ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর তেমাথায়। সাইকেলে চেপে যাওয়ার সময় ওই মহিলাকে ধাক্কা দেয় এক যুবক। প্রতিবাদ করায় মহিলাকে কটূক্তি করেন যুবকের দুই সঙ্গী। ঘটনাটি দেখতে পেয়ে এগিয়ে আসেন মহিলার এক আত্মীয় এবং প্রতিবেশী এক যুবক। তাঁরাও ওই ঘটনার প্রতিবাদ করেন। তখনই ওই যুবকরা মহিলার আত্মীয়কে মারধর করে । বেদম মারধর করা হয় প্রতিবেশী যুবককেও। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। রাতে কলকাতার এনআরএস হাসপাতালে চিকিত্‍সার পর ওই যুবককে ছেড়ে দেওয়া হয়।

Updated By: May 27, 2015, 08:49 AM IST
মহিলাকে ধাক্কা দেওয়ার প্রতিবাদে প্রহৃত যুবক

ওয়েব ডেস্ক: মহিলাকে ধাক্কা দেওয়ার প্রতিবাদ করায় বেদম মারধর করা হল এক যুবককে। গতকাল সন্ধেতে এ ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর তেমাথায়। সাইকেলে চেপে যাওয়ার সময় ওই মহিলাকে ধাক্কা দেয় এক যুবক। প্রতিবাদ করায় মহিলাকে কটূক্তি করেন যুবকের দুই সঙ্গী। ঘটনাটি দেখতে পেয়ে এগিয়ে আসেন মহিলার এক আত্মীয় এবং প্রতিবেশী এক যুবক। তাঁরাও ওই ঘটনার প্রতিবাদ করেন। তখনই ওই যুবকরা মহিলার আত্মীয়কে মারধর করে । বেদম মারধর করা হয় প্রতিবেশী যুবককেও। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। রাতে কলকাতার এনআরএস হাসপাতালে চিকিত্‍সার পর ওই যুবককে ছেড়ে দেওয়া হয়।

ওই যুবকের ধাক্কায় পড়ে গিয়ে তাঁর মৃত্যুও হতে পারত বলে নিগৃহীতা মহিলার আশঙ্কা। ঘটনার প্রতিবাদ করার জেরেই ওই যুবকসহ দুজনের ওপর হামলা হয় বলে তাঁর অভিযোগ।

ইভটিজিংয়ের প্রতিবাদ করেই প্রতিবেশী যুবকসহ তিনি আক্রান্ত হন। অভিযোগ নিগৃহীতা মহিলার আত্মীয় দিলীপ নস্করের।

.