চুঁচুড়ার রবীন্দ্রনগরে দুষ্কৃতী তাণ্ডবের পিছনে নেপথ্য কারণ

কেন চুঁচুড়ার রবীন্দ্রনগরে দুষ্কৃতী তাণ্ডব? পুলিস সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বিশাল দাসের সঙ্গে শত্রুতা টোটন বিশ্বাসের। টোটন বিশ্বাস হুগলির কুখ্যাত দুষ্কৃতী। টোটন বিশ্বাস এখন জেলে। বিশালের টার্গেট ছিল টোটনের দাদা সঞ্জীব ও তারক।

Updated By: Mar 9, 2017, 01:03 PM IST
চুঁচুড়ার রবীন্দ্রনগরে দুষ্কৃতী তাণ্ডবের পিছনে নেপথ্য কারণ

ওয়েব ডেস্ক : কেন চুঁচুড়ার রবীন্দ্রনগরে দুষ্কৃতী তাণ্ডব? পুলিস সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বিশাল দাসের সঙ্গে শত্রুতা টোটন বিশ্বাসের। টোটন বিশ্বাস হুগলির কুখ্যাত দুষ্কৃতী। টোটন বিশ্বাস এখন জেলে। বিশালের টার্গেট ছিল টোটনের দাদা সঞ্জীব ও তারক।

জানা গিয়েছে, এলাকা দখল নিয়ে দুঃসাহসিক হয়ে উঠেছিল বিশাল। অভিযোগ, সে কারণেই আজ সকালে সুযোগ পেয়ে তারকের ওপর হামলা। সিসিটিভিতে ধরা পড়েছে ঘটনার সময়কার ফুটেজ। অভিযোগ বাইকে করে আসে বিশালের লোকজন। হাতে বোমা। গুলি চালানোর পরই বোমা ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায় তারা।

আরও পড়ুন, হুগলির চুঁচুড়ার রবীন্দ্রনগরে শুট আউট

.