সরকারের আলু কেনা লোক দেখানো, ক্ষোভ বাড়ছে চাষিদের
এক একজন চাষির কাছে, কম করে দেড়শো-দুশো বস্তা আলু। কিন্তু সরকার কিনছে বড়জোর ১০ বস্তা। ফলে আজ থেকে বিভিন্ন জেলায় সরকারিভাবে আলু কেনা শুরু হলেও, চাষিদের দুশ্চিন্তা এতটুকু কমল না। বরং অভিযোগ, সরকার যা করছে তা আসলে পুরোটাই লোক দেখানো।
আজ হবে, কাল হবে করে বারবার দিন পিছোচ্ছিল। অবশেষে বুধবার থেকে হুগলি, বর্ধমান, বাঁকুড়া সহ বিভিন্ন জেলায় সহায়ক মূল্যে আলু কেনা শুরু করল সরকার। কিন্তু এতে সমস্যা মিটল কি? হুগলির পোলবায় কৃষক সমবায়ের মাধ্যমে আলু কিনতে শুরু করেছে প্রশাসন। কিন্তু সমবায় কর্তারাই মেনে নিচ্ছেন, এতে আখেড়ে বিশেষ লাভ নেই আলুচাষিদের। বর্ধমানেও এক সমস্যা-একই ক্ষোভ। বিদ্যুত্ সংযোগ না থাকায় বন্ধ হয়ে যাওয়া বাঁকুড়ার ছটি হিমঘরে, যুদ্ধকালীন তত্পরতায় বিদ্যুত্ সংযোগ দিয়ে আলু সংরক্ষণের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
প্রায় সব জেলাতেই এক ছবি। সরকার যা কিনছে, তার কয়েকগুণ আলু থেকে যাচ্ছে চাষির কাছেই। মাঠে পচছে লক্ষাধিক বস্তা আলু। এনিয়ে তাঁরা কী করবেন, সেই দুশ্চিন্তায় দিশাহারা আলুচাষিরা।