স্নাতকোত্তর উত্তীর্ণ শিক্ষকরা এসএসসি পরীক্ষায় বসার আবেদন করতে পারবেন, অনুমতি হাইকোর্টের

শিক্ষকদের পাশেই দাঁড়াল আদালত। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ৬৬ জন শিক্ষক।

Updated By: Mar 11, 2016, 01:19 PM IST
স্নাতকোত্তর উত্তীর্ণ শিক্ষকরা এসএসসি পরীক্ষায় বসার আবেদন করতে পারবেন, অনুমতি হাইকোর্টের

ওয়েব ডেস্ক: শিক্ষকদের পাশেই দাঁড়াল আদালত। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ৬৬ জন শিক্ষক।

এর আগে ২০১৫ সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ক্যাটাগরি অর্থাত্‍ স্নাতকোত্তর উত্তীর্ণ শিক্ষকরা ফের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসার আবেদন করতে পারতেন না। আর এর জেরে বদলি পেতে সমস্যায় পড়তেন তাঁরা। এই নিয়মকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন ওই ৬৬ জন শিক্ষক। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ শিক্ষকদের পক্ষেই রায় দিয়েছেন। ফর্ম পূরণ করে ফের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়েছে শিক্ষকদের।

.