কালনায় অবাধে পুকুর বোজাচ্ছে প্রোমোটার চক্র

মজে যাচ্ছে কালনার  তিরিশটি পুকুর। মাছ চাষ হয় না। জলও ব্যবহারের যোগ্য নয়। জঞ্জাল ফেলে পুকুরগুলি দখল করে নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা।  কালনা পুরসভা যখন বামেদের ছিল তখন শহরে ছিল প্রায় চল্লিশটি পুকুর। কিন্তু পুরবোর্ডে কংগ্রেস এবং তৃণমূল জোট ক্ষমতায় আসার পর, শহরের প্রায় তিরিশটি পুকুরে মাছ চাষ বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। পুকুরগুলি হয়ে ওঠে মশাদের মুক্তাঞ্চল। ভরে ওঠে আগাছায়  ।  জল ধারণ ক্ষমতাও নষ্ট হয়ে গিয়েছে। ফলে অল্প বৃষ্টিতেই শহরের নানা রাস্তায় জল জমে।  অভিযোগ পুরকর্মীরাই এখন জঞ্জাল ফেলেন এই পুকুরে।

Updated By: Apr 2, 2015, 11:02 PM IST
কালনায় অবাধে পুকুর বোজাচ্ছে প্রোমোটার চক্র

ব্যুরো:মজে যাচ্ছে কালনার  তিরিশটি পুকুর। মাছ চাষ হয় না। জলও ব্যবহারের যোগ্য নয়। জঞ্জাল ফেলে পুকুরগুলি দখল করে নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা।  কালনা পুরসভা যখন বামেদের ছিল তখন শহরে ছিল প্রায় চল্লিশটি পুকুর। কিন্তু পুরবোর্ডে কংগ্রেস এবং তৃণমূল জোট ক্ষমতায় আসার পর, শহরের প্রায় তিরিশটি পুকুরে মাছ চাষ বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। পুকুরগুলি হয়ে ওঠে মশাদের মুক্তাঞ্চল। ভরে ওঠে আগাছায়  ।  জল ধারণ ক্ষমতাও নষ্ট হয়ে গিয়েছে। ফলে অল্প বৃষ্টিতেই শহরের নানা রাস্তায় জল জমে।  অভিযোগ পুরকর্মীরাই এখন জঞ্জাল ফেলেন এই পুকুরে।

সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে পুরকর্তৃপক্ষ।

বাসিন্দাদের অভিযোগ, ইতিমধ্যেই জঞ্জাল ফেলে পুকুর ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে প্রোমোটার চক্র।

.