সমাজবিরোধীদের খোঁজে গিয়ে বোমার আঘাতে ঘায়েল হল পুলিস। তাঁদের মধ্যে গুরুতর আহত অঞ্জনা সরকার নামে এক মহিলা কনস্টেবল-সহ বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়, উত্তর ২৪ পরগনার আমডাঙার বহিসগাছি গ্রামে। ভাঙচুর করা হয় পুলিসের দুটি গাড়ি। রাতের দিকে বারাসত হাসপাতালে আহতদের দেখতে যান উত্তর ২৪ পরগনার পুলিস সুপার এবং অতিরিক্ত পুলিস সুপার, হেড কোয়ার্টার। দুষ্কৃতীরা পলাতক।

উত্তর ২৪ পরগনার আমডাঙার বহিসগাছি গ্রামে বেশ কয়েকজন দুষ্কৃতী গা ঢাকা দিয়ে রয়েছে। গোপনসূত্রে এই খবর পেয়ে শুক্রবার সন্ধ্যার দিকে অভিযানে যায় আমডাঙা থানা। নেতৃত্বে ছিলেন আমডাঙা থানার ওসি গৌতম মিত্র। গ্রামে ঢোকার সঙ্গে সঙ্গেই তাদের উপর আছড়ে পড়ে মুহর্মুহূ বোমা। চলে গাড়ি ভাঙচুরও। আহত হন অঞ্জনা সরকার নামে এক মহিলা কনস্টেবল-সহ বেশ কয়েক জন পুলিসকর্মী। অবস্থা বেগতিক দেখে অভিযান থামিয়ে এলাকা ছেড়ে চলে আসতে হয় আমডাঙা থানার পুলিসকে। আহত পুলিকর্মীদের ভর্তি করা হয় বারাসত থানায়। রাতের দিকে তাঁদের দেখতে যান উত্তর চব্বিশ পরগনার পুলিস সুপার তন্ময় রায়চৌধুরী এবং অতিরিক্ত পুলিস সুপার, হেড কোয়ার্টার, জয় বিশ্বাস। আপাতত আহতদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিত্সক।

সামনেই নির্বাচন। গত পঞ্চায়েত নির্বাচনের সময়ও রাজনৈতিক সংঘর্ষে উত্তার হয়েছিল আমডাঙা থানা এলাকা। এ বার ভোটের মুখে এ ভাবে পুলিস আক্রান্ত হওয়ায় স্বাভাবিক ভাবেই আতঙ্কিত এলাকার মানুষ।

English Title: 
Police attacked by goon in North 24 pargana
Home Title: 

সমাজবিরোধীদের তল্লাসিতে গিয়ে বোমার আঘাতে ঘায়েল পুলিস

No
20773
Is Blog?: 
No
Section: