পিংলা বিস্ফোরণে হত শিশুর পরিবারদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রামের এসপি অফিসে আজ প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলে মুখ্যসচিব, রাজ্য পুলিসের ডিজি সহ রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা। ছিলেন ঝাড়গ্রামের সাংসদ উমা সরেন সহ জেলার প্রশাসনিক কার্তরাও। জঙ্গলমহলের উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ১০০ দিনের কাজের প্রকল্পের আওতায় জঙ্গলমহলের সব স্কুলে শৌচালয় তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Updated By: May 13, 2015, 07:31 PM IST
পিংলা বিস্ফোরণে হত শিশুর পরিবারদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক: ঝাড়গ্রামের এসপি অফিসে আজ প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলে মুখ্যসচিব, রাজ্য পুলিসের ডিজি সহ রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা। ছিলেন ঝাড়গ্রামের সাংসদ উমা সরেন সহ জেলার প্রশাসনিক কার্তরাও। জঙ্গলমহলের উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ১০০ দিনের কাজের প্রকল্পের আওতায় জঙ্গলমহলের সব স্কুলে শৌচালয় তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রশাসনিক বৈঠক শেষে ১১ জনের হাতে দুর্যোগজনিত ক্ষতিপূরণের টাকা তুলে দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, মে মাসের মধ্যে গোটা পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যুত্‍ সংযোগের কাজ শেষ হবে। এদিন পিংলায় বোমা বিস্ফোরণে নিহত সাত শিশুর পরিবারকে ২লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আহতদের চারজনকে দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা করে।

.